Wages

কসোভো বেতন কত ২০২৫(আপডেট তথ্য)

কসোভো বেতন কত সেটা সম্পর্কে জেনে দেশটিতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে এ পোস্টটি আপনাকে দেশটির বেতন সহ যাবতীয় বিষয় সম্পর্কে জানতে দারুনভাবে সহযোগিতা করবে। কসোভো ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় দেশ হিসেবে পরিচিত।

কসোভো পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ হিসেবে বিবেচিত ছিল। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। ২০০৭ সালের হিসাব মতে দেশটির জনসংখ্যার পরিমাণ ছিল প্রায় ২১ লাখ এবং আয়তনের পরিমাণ ছিল ১০,৯০৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভ্রমন অথবা কাজের সন্ধানে দেশটিতে পাড়ি জমান। দেশটিতে যাওয়ার পূর্বে সেদেশের বেতন সহ যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নেওয়া জরুরী। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কসোভো কাজের ভিসা করতে কি কি লাগে?

কসোভো বেতন কত সেটা সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে দেশটির কাজের ভিসা করতে কি কি প্রয়োজন সেটা সম্পর্কে জানা জরুরী। নিচে সে বিষয়টা সুন্দরভাবে তুলে ধরা হলো।

  • E-passport বা Electronic passport
  • Police clearance certificate
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে।
  • কাজের অফার (লাইসেন্সকৃত নিয়োগকর্তা কর্তৃক)।
  • Medical certificate বা মেডিকেল সনদ।
  • Proof of work experience বা কাজের অভিজ্ঞতার প্রমাণ পত্র থাকতে হবে।
  • Work efficiency certificate বা কাজের দক্ষতার সনদপত্র।

কসোভো বেতন কত?

কসোভো বেতন কত সেটা সম্পর্কে জেনে দেশটিতে যাওয়া একান্ত আবশ্যক। দেশটির বর্তমান মাসিক বেতন ২৬৪ ইউরো থেকে ৩৫০ ইউরো বাংলাদেশি টাকায় যেটার পরিমান ৩৭,৫৮৩  টাকা থেকে ৪৯,৮২৬ টাকা।

দেশটিতে বর্তমানে Chef,Engineering এবং Driving কাজের বেতন সবচেয়ে বেশি। এই ধরনের কাজগুলো করে আপনি বাংলাদেশী টাকায় প্রতিমাসে ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন পাবেন। তাছাড়া,দেশটির কাজের বেতন আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে বেশি হয়ে থাকে। এক্ষেত্রে আপনার পক্ষে দক্ষতা অনুযায়ী মাসে ২ লক্ষ টাকা আয় করা করা সম্ভব।

এছাড়াও,অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে Constructions, hotel and restaurant, cleaner,factory work etc.এই ধরনের কাজগুলো করে আপনি প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

কসোভো কোন কাজের বেতন কত?

কসোভো বেতন কত এটা জানার পাশাপাশি অনেকে দেশটির কোন কাজের বেতন কত সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে চান। নিচে দেশটির কোন কাজের কত বেতন সেটা সুন্দরভাবে ধরা হলো।

  • দেশটিতে Construction কাজের ব্যাপক চাহিদা রয়েছে।এই কাজটি করে একজন কর্মী মাসে সর্বনিম্ন ৩৫,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
  • Factory job এর বেতনের পরিমাণ হয়ে থাকে সর্বনিম্ন ৪০,০০০ হাজার থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা।
  • একজন Computer programmer মাসিক বেতন পেয়ে থাকেন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা।
  • ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
  • রেস্টুরেন্ট কাজের বেতন ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
  • Cleaner বা পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।
  • একজন শিক্ষক প্রতি মাসে বেতন পেয়ে থাকেন প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা।
  • কৃষি কর্মীর মাসিক বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা।
  • Nurse বা সেবিকার বেতন ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা।
  • একজন কৃষি কর্মীর মাসিক বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা।

কোন কাজের চাহিদা বেশি?

কসোভো বেতন কত এটা জানার সাথে সাথে এবার জেনে নেবো দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে। ইউরোপীয় দেশ হিসেবে দেশটির বেতন তুলনামূলকভাবে কম হয়ে থাকে। বর্তমানে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে নিচে সুন্দরভাবে আলোচনা করা হলো।

  • Electrical বা বিদ্যুৎসংক্রান্ত কাজ।
  • Driving
  • Construction
  • Service worker
  • Manufacturing company
  • Engineering
  • হোটেল রেস্টুরেন্টের কাজ।
  • ফ্যাক্টরির কাজ।ইত্যাদি।

সর্বনিম্ন বেতন কত?

কসোভো বেতন কত এটা জানার পাশাপাশি দেশটির সর্বনিম্ন বেতন কত সেটা সম্পর্কে জেনে রাখা একান্ত জরুরী। কসোভো কাজের বেতন সাধারণত আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী দেশটির সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ২০০ থেকে ৩০০ ইউরোর মধ্যে বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ২৮,৩৯৬ টাকা থেকে ৪২,৫৯৪ টাকা।

তবে,প্রযুক্তি খাত সহ বিশেষ কিছু খাতে কাজের বেতন ৩৫০ ইউরো থেকে ৪৫০ ইউরো পর্যন্ত। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ৪৯,৬৯৩ টাকা থেকে ৬৩,৮৯১ টাকা।

সর্বোচ্চ বেতন কত?

কসোভো বেতন কত এটা সম্পর্কে জানতে গিয়ে অনেকে দেশটির সর্বোচ্চ বেতন কত জানতে চান। সাধারণত দেশটিতে কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গ,Track driver, electrician,অথবা technical কাজে দক্ষ ব্যক্তিরা আকর্ষণীয় বেতন পান। নিচে সর্বোচ্চ বেতন প্রাপ্ত পেশা গুলোর তালিকা তুলে ধরা হলো।

  1. EU লাইসেন্সধারী একজন ট্রাক চালক যিনি বেতন পেয়ে থাকেন ১০০০ ইউরো থেকে ১৩০০ ইউরো। বাংলাদেশি টাকায় যেটার পরিমান ১,৪১,৯৮০ টাকা থেকে ১,৮৪,৫৭৪,টাকা।
  2. দেশটিতে Electrical বা বিদ্যুৎ সংক্রান্ত সংক্রান্ত কাজের ব্যাপক চাহিদা রয়েছে। একজন ইলেকট্রিশিয়ান বেতন পেয়ে থাকেন ৯০০ থেকে ১২০০ ইউরো।বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ১,২৭,৭৮২ টাকা থেকে ১,৭০,৩৭৬ টাকা।
  3. Technician/Mechanic এর বেতন ৮৫০ থেকে ১১০০ ইউরো। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ১,২০,৬৮৩ টাকা থেকে ১,৫৬,১৭৮ টাকা।তাছাড়া,যারা Managerial position এ রয়েছে তাদের বেতন ১২০০ ইউরোর বেশি হয়ে থাকে।

কসোভোতে যাওয়ার জন্য প্রয়োজনীয় খরচ

কসোভো বেতন কত জেনেছি, এবার যাওয়ার খরচ জেনে নেব।সাধারণত,কসোভোতে যাওয়ার প্রয়োজনীয় খরচের পরিমাণ আপনি ভিসা প্রক্রিয়াকরণ কিভাবে করছেন সেটার উপর নির্ভর করে। সরকারিভাবে ৫ থেকে ৬ লক্ষ টাকায় কম খরচে  দেশটিতে যাওয়া যায়। এবং বেসরকারিভাবে দেশটিতে যেতে ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়ে থাকে।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি কসোভো বেতন কত সেটা সম্পর্কিত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি।আশাকরি, পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে Visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

কম্বোডিয়া কাজের বেতন কত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button