সৌদি ভিসা চেক সহজ নিয়মে ২০২৫

সৌদি ভিসা চেক সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। কারণ,সৌদি আরবে যাওয়ার পূর্বে নানা ধরনের জটিলতা এড়ানোর জন্য ভিসার বৈধতা জানা একান্ত আবশ্যক। বর্তমানে ঘরে  বসে অনলাইনের মাধ্যমে সৌদি ভিসা চেক করা যায়। আপনার কাছে পাসপোর্ট নাম্বার থাকলে সহজেই কাজটি করতে পারবেন।

তাছাড়া,আপনি চাইলে Apps এর মাধ্যমেও ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার মাধ্যমে জালিয়াতি সহ যে কোন ধরনের সমস্যা সমাধান করা সম্ভব।

এ পোস্টটিতে আমি সৌদি ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরবো। যেমন,পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক,Apps এর মাধ্যমে ভিসা চেক,সৌদি যেতে কত টাকা লাগে,ভিসার দাম কত,প্রসেসিং হতে কত সময় লাগে,ভিসা চেক করার সময় সাধারণ সমস্যা সহ যাবতীয় বিষয়। চলুন তাহলে শুরু করা যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সহজেই সৌদি ভিসা চেক করতে পারবেন নিচে বিষয়টি সুন্দরভাবে আলোচনা করা হলো।

  •  প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন এবং Search option এ গিয়ে লিখুন visa.mofa.gov.sa অথবা এখানে ক্লিক করুন।
  • ওয়েবসাইটটিতে ক্লিক করার পর visa platform এর উপর click করে service for citizen and resident এর উপরে ক্লিক করুন।
  • এবার Search option এ গিয়ে Find লিখুন।
  • এবার Find Applicant Data এর  Apply option টিতে Click করুন।

Saudi Visa check

  • এবার Passport number বসানোর পর Current nationality select করুন।
  •  Visa type select করুন। অর্থাৎ,কাজের জন্য Work এবং ব্যবসার জন্য Business select করুন।
  • Visa issue authority অর্থাৎ, ভিসা যেখান থেকে Issue করা হয়েছে সেই জায়গাটার নাম বসিয়ে দিন। যেমন, ঢাকা থেকে Issue করা হলে সে জায়গাটার নাম লিখুন।
  • পরবর্তীতে,Captcha code টি বসিয়ে Search option টিতে Click করলে ভিসা Issue এবং সেটার নাম্বার দেখতে পাবেন।

Visa issue হওয়ার পর উপরের কর্নার থেকে Visa application number টি copy করুন।

এবার আপনি একটি নতুন Page নিয়ে Search option টিতে ক্লিক করে পুনরায় visa.mofa.gov.sa/ এই লিংকটিতে ক্লিক করুন।

পূর্বের মতো visa platform এর উপর click করুন।

পরবর্তীতে,Inquiry type এর নিচে click করে visa application number টি বসিয়ে দিন।

এটার নিচে Application number অর্থাৎ,কপিকৃত application number টি বসিয়ে দিন।

Passport number টি দিয়ে দিন।

সবশেষে,পূর্বের মতো captcha code টি পূরণ করে Search option টিতে click করলে আপনার ভিসার সকল প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন।

এভাবেই আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন।

Apps এর মাধ্যমে সৌদি ভিসা চেক

সৌদি ভিসা চেক করার জন্য APPS হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি সহজেই ভিসা চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে Google play store টি open করে নিতে হবে এবং সেখান থেকে Saudi visa check apps টি  Download করে নিতে হবে।

Apps টি ওপেন করার পর নিচের ছবির মত একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে Saudi visa check option টিতে Click করলেই নিচের চিত্রের মতো

আরো একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে Find Applicant data এর নিচে আপনার Passport number, Current nationality,Visa type,Visa issuing Authority, এবং Image code  টি লিখে Search করলেই ছবিসহ বিস্তারিত সবকিছু দেখতে পাবেন।

সৌদি যেতে কত টাকা লাগে?

সৌদি ভিসা চেক সম্পর্কে জানার পর এবার জেনে নিবো দেশটিতে যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে। আপনি সরকারি এবং বেসরকারি দুই ভাবেই দেশটিতে যেতে পারবেন। সরকারিভাবে দেশটিতে যেতে চাইলে খরচের পরিমাণ ৭ লাখ থেকে ৮ লাখ টাকা। এবং বেসরকারিভাবে যেতে খরচ হবে ৯ লাখ টাকা। তবে এজেন্সির সহযোগিতায় সেখানে যেতে খরচের পরিমাণ ১২ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

ভিসার দাম কত?

সৌদি ভিসা চেক সম্পর্কে জানার সাথে সাথে অনেকে দেশটির ভিসার দাম কত এটা নিয়ে প্রশ্ন করে থাকেন। দেশটিতে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা বিদ্যমান রয়েছে। তবে,সৌদি আরবে  কাজের ভিসার দাম অন্যান্য ভিসার তুলনায় বেশি হয়ে থাকে। বর্তমানে ধনী এ দেশটিতে  কাজের ভিসার দাম ৫ লাখ থেকে ৬ লাখ টাকার মতো। সরকারিভাবে দেশটিতে যেতে খরচ হয় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা।

ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে?

সৌদি ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে এ প্রশ্নটি অনেকের। সাধারণত, ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগে। সৌদি ভিসা যেহেতু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, এজন্য ভিসা আবেদনের ফলাফল ২৪ ঘন্টার মধ্যে আপনার Email ঠিকানায় Mail করে পাঠিয়ে দেওয়া সম্ভব।

ভিসা চেক করার সময় সাধারণ সমস্যা

অনলাইনের মাধ্যমে সৌদি চেক করা একটা Easy process,তবে মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন,ভুল তথ্য প্রদান করা,ইন্টারনেট সংযোগ সমস্যা,সরকারি পোর্টালের সার্ভার সমস্যা ইত্যাদি কারণে অনেক সময় ভিসা চেক করতে সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সঠিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যদি সার্ভারের সমস্যা দেখা দেয় তবে কিছুক্ষণ ধৈর্য ধরে পুনরায় চেষ্টা করা উচিত। তাছাড়া, সঠিক ফলাফল পাওয়ার জন্য ভুল তথ্য দেওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে।

ভিসা চেক করার লিংক

সৌদি ভিসা চেক করার জন্য অনেকগুলো Link এর মধ্যে অন্যতম Link টি হলো visa.mofa.gov.sa এটি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Official website.

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে সৌদি ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি, পোস্টটি আপনাদের উপকারে আসবে। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

ইতালি ভিসা চেক সহজ নিয়মে।

Leave a Comment