Visa check

কাতার ভিসা চেক অনলাইন

কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে জানতে চান? তাহলে এ পোস্টটি  আপনাকে সেটা সম্পর্কে জানতে দারুন ভাবে সাহায্য করবে। বর্তমানে বাংলাদেশে অনেক বেকার যুবক রয়েছে যারা কাজের সন্ধানে উন্নত দেশ কাতার যেতে আগ্রহী। এজন্য তারা অনেকেই এজেন্সির সহযোগিতায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। ভিসার আবেদন সমাপ্তির পর আপনার ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে জানা একান্ত জরুরী।

এমনকি,আপনার কাঙ্খিত ভিসাটি হাতে পাওয়ার পরও সেটা যাচাই করে নেওয়া প্রয়োজন। তাছাড়া,জালিয়াতি থেকে বাঁচতে ভিসাটি অনলাইনে রয়েছে কিনা, সেটা যাচাই করে নেওয়া একান্ত অবশ্যক।

এ পোস্টটিতে আমি অনলাইনে কিভাবে সহজেই কাতার ভিসা চেক করা যায় সেটা তুলে ধরবো। তাছাড়া,এ পোস্টটি পড়লে জানতে পারবেন কাতার ভিসা চেক করার জন্য কি কি প্রয়োজন,পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার উপায়,Apps এর মাধ্যমে ভিসা চেক,ভিসা চেক করার সুবিধা সব যাবতীয় বিষয়াবলি।

কাতার ভিসা চেক করার জন্য যা যা প্রয়োজন

ভিসা চেক করার জন্য আবেদনকারীর পাসপোর্ট নাম্বার থাকা একান্ত আবশ্যক।

  • আবেদনকারীর ভিসা নাম্বার প্রয়োজন।
  • জাতীয়তার তথ্য অবশ্যই থাকতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে জানতে এবার জেনে নেব পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার উপায় সম্পর্কে।

  • সর্বপ্রথম আপনি গুগল ক্রম ব্রাউজার এর অ্যাড্রেস বারে portal.moi.gov.qa লিখে এন্টার বাটনে ক্লিক করুন।
  • প্রথমে ইংলিশ অপশন এ ক্লিক করে ভাষা চেঞ্জ করে নিন।
  • এরপরে, Inquiries এ click করুন।
  • এবার Visa Service এ ক্লিক করুন।
  • এবার আপনাকে Visa Inquiry and Printings এ ক্লিক করুন।

Qatar visa check online

  • তারপর, Visa number অথবা পরের ঘরে Passport number যে কোন একটিতে সিলেক্ট করে তথ্য দিন।
  • জাতীয়তা বাংলাদেশ Select করে captcha পুরন করুন।
  • এরপর Submit বাটনে ক্লিক করুন।

ক্লিক করার সাথে সাথেই আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

Apps এর মাধ্যমে কাতার ভিসা চেক করার উপায়

কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে জানতে গিয়ে এবার জানবো অ্যাপসের মাধ্যমে কাতার ভিসা চেক করার উপায় সম্পর্কে। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সহজেই এই কাজটি করতে পারবেন। চলুন তাহলে বিষয়টি জেনে নেওয়া যাক।

প্রথমে, আপনার মোবাইল ফোন দিয়ে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে এরপর সেখানে লিখতে হবে Qatar visa check.লেখার সাথে সাথেই এরকম একটা Interface চলে আসবে। সেখান থেকে Qatar visa check option টিতে প্রবেশ করার পর Visa Inquiry & Printing option টি দেখতে পাবেন। সেখানে আপনার Visa number,Passport number ও Nationality select করে Captcha code বসিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।

কাতার ভিসা চেক করার সুবিধা

কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে জানাতে গিয়ে এবার জানাবো ভিসা চেক করার সুবিধাগুলো।

আপনার visa application processing কোন পর্যায়ে রয়েছে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন।

আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ সম্পর্কে জানতে পারবেন।

Visa issue সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান জেনে উপকৃত হবেন।

ভিসার বৈধতা বোঝার উপায়

কাতার ভিসা অনলাইন সম্পর্কে জানার পর এবার জানবো ভিসার বৈধতা কিভাবে বোঝা যায় সেটা সম্পর্কে। বর্তমানে অনেক অসাধু এজেন্সি ও দালাল শ্রেণী টাকার বিনিময়ে অবৈধ ভিসা তৈরি করে দেয়। তাই ভিসা আবেদন সমাপ্তির পর আপনাকে অবশ্যই ভিসা নাম্বার দিয়ে সেটা যাচাই করে নিতে হবে।

এখন প্রশ্ন হলো কোন উপায়ে আমরা সেটা বুঝতে পারবো? আপনাকে কাতার ভিসা অফিসের official website এ প্রবেশ করে ভিসা নাম্বারটি প্রদান করতে হবে। যদি আপনি বর্তমান তথ্যগুলো পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে

আপনার ভিসা নাম্বারটি বৈধ। কারণ,অবৈধ ভিসা নাম্বার প্রদান করে কখনোই ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়।

কাতার ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে?

কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে তথ্য খুঁজতে গিয়ে অনেকে এটা প্রসেসিং হতে কত সময় লাগে সে বিষয়টা সম্পর্কে জানতে চান। আপনার সকল ডকুমেন্টস বা কাগজপত্র যদি সঠিক হয়ে থাকে তাহলে ৪ কার্য দিবসের মধ্যেই আপনার ভিসা ইস্যু হয়ে যাবে।

বাংলাদেশে অবস্থিত কাতার ভিসা সেন্টার

Rupayan Trade Center at 11th  Floor,114 Kazi Nazrul Islam Avenue, Dhaka  1000

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি কাতার ভিসা চেক অনলাইন সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি,পোস্টটি আপনাদের উপকারে আসবে। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।

আরো জানুনঃ

সিঙ্গাপুর ভিসা চেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button