কিরগিজস্তান ভিসা চেক ২০২৫
কিরগিজস্তান ভিসা চেক করে দেশটিতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে এ পোস্টটি পড়লে আপনি দেশটির ভিসা চেক সম্পর্কিত যাবতীয় বিষয় জেনে উপকৃত হবেন। দেশটির জনসংখ্যা
৬০ লাখ ১৯ হাজার ৪৮০ জন। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ কাজের সন্ধানে দেশটিতে পাড়ি জমাচ্ছেন। কিন্তু সেখানে যাওয়ার জন্য বৈধ ভিসা অবশ্যই প্রয়োজন এবং সেটা আসল নাকি নকল যাচাই করে দেওয়া একান্ত জরুরি।
ভিসা চেক করার জন্য অনেকে ভিসা অফিসে যাওয়া বাধ্যতামূলক ভেবে থাকেন। কিন্তু বর্তমানে আপনি ঘরে বসে সহজেই ভিসার বর্তমান অবস্থা চেক করতে পারবেন। এ পোস্টটিতে আমি কিরগিজস্তান ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক।
ভিসা চেক করবেন কেন?
কিরগিজস্তান ভিসা চেক কেন করবো এ প্রশ্নটি অনেকের। মূলত,ভিসার বৈধতা,গ্রহণযোগ্যতা এবং প্রতারণা এড়ানোর জন্য ভিসা চেক করা অতি জরুরী। তাছাড়া,ভিসা সংক্রান্ত নানা ধরনের জটিলতা ও ভিসার বর্তমান অবস্থা জানার জন্য কোন দেশে যাওয়ার পূর্বেই ভিসা চেক করে নিতে হবে। বর্তমানে অনেকেই ভিসা চেক না করে কাঙ্খিত দেশটিতে যাওয়ার ফলে নানা ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কিরগিজস্তান ভিসা চেক করার উপায়
- কিরগিজস্তান ভিসা চেক করার জন্য প্রথমে www.evisa.e-gov.kg ওয়েবসাইটিতে প্রবেশ/ভিজিট করুন।
- Services অপশন থেকে Check Status এ ক্লিক করুন।
- নীচের মত একটি পেজ ওপেন হবে।
- Insert your reference number ঘরটিতে Reference number টি লিখুন।(Reference number টি অবশ্যই ৮ সংখ্যার হতে হবে।)
- এবার ২য় নাম্বার ঘরে Captcha টি লিখুন।
- সঠিকভাবে Captcha টি লিখে Next বাটনে ক্লিক করুন।
- এখন অপর পেইজে Insert security code এর ঘর দেখতে পাবেন সেখানে Security code টি বসিয়ে দিন।
- Security code টি খুঁজে পেতে Google play store থেকে QR & Barcode scanner apps টি install করে নিন।
- এখন QR & Barcode scanner apps টি open করার পর ভিসা কাডে যে Reference number টি রয়েছে তার নিচের অংশটি Scan করে নিন।
- Scan করার পর একটা Link দেখতে পাবেন। সেই Link টিতে Click করুন।
সবশেষে আপনার ভিসা সংক্রান্ত সকল স্ট্যাটাস দেখতে পাবেন।
ভিসা চেক সার্ভারে পাওয়া না গেলে করনীয়
ভিসা চেক সাভারে পাওয়া না গেলে করনীয় সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ। কারন আপনার ভিসা Application করার পরেও যদি কোন Information না পেয়ে থাকেন তাহলে সঠিকভাবে আপনার ভিসা তৈরি করা সম্ভব হবে না। এক্ষেত্রে আপনি Agency তে যোগাযোগ করতে পারেন। Server এ ভিসা চেক দেওয়ার পরও সেটা পাচ্ছেন না এটা তাদেরকে দ্রুত অবহিত করুন। তবে আপনার Application টি Submit করার পর তারা যদি এটা Processing এর কাজ শুরু না করে তাহলে আপনার ভিসা সংক্রান্ত Status বা তথ্যগুলি দেখতে পাবেন না। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে আপনার ভিসা প্রক্রিয়াকরন সম্পর্কিত কাজগুলি Complete করতে বলবেন।
আপনার ভিসাটি সঠিকভাবে Check করে নিতে হবে যদি এটা Duplicate বা নকল হয়ে থাকে তাহলে এটা Server এ খুঁজে পাবেন না। অথবা আপনার Reference number ভুল হলে ভিসা সংক্রান্ত Information দেখতে পাবেন না। এভাবেই আপনি কাজটি সমাপ্ত করতে পারবেন।
ই ভিসা চেক
কিরগিজস্তান ভিসা চেক সম্পর্কে জানানোর সাথে সাথে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানুন। দেশটির ই ভিসা চেক সম্পর্কে আপনাকে জানতে হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ই ভিসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এজেন্সির মাধ্যমে ই ভিসা পাওয়ার পর অবশ্যই সেটা ঠিক ভাবে চেক করে নিতে হবে। ।Immigration এর official website visit করে আপনি কিরগিজস্তান ই ভিসা চেক করতে পারবেন।
কিরগিজস্তান কাজের ভিসা চেক
কিরগিজস্তান মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। দেশটিতে রয়েছে নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশী নাগরিকরা দেশটিতে গিয়ে কাজ করতে অনেক আগ্রহী কিন্তু তাদের জন্য ভিসা অনেক সময় কঠিন হয়ে যায়। কারন দেশটি সবসময় অভিজ্ঞ দক্ষদের মূল্যায়ন করে থাকে।আপনি যদি দেশটিতে গিয়ে ভালো বেতনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে।
বর্তমানে দেশটিতে নানা ধরনের ভিসার প্রচলন রয়েছে যেমন,Company visa, Driving visa,হোটেল রেস্টুরেন্ট ভিসা,ওয়ার্ক পারমিট সহ নানা ধরনের ভিসা। সাধারণত,কিরগিজস্তান কাজের ভিসার মূল্য ৩ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ভিসা পেতে কতদিন সময় লাগে?
কিরগিজস্তান ভিসা চেক সম্পর্কে জানানোর পর এবার জানাবো দেশটির ভিসা পেতে কতদিন সময় লাগে সেটা সম্পর্কে। দেশটির ভিসা পেতে সাধারণত ২ থেকে ৭ দিন অপেক্ষা করতে হয়।
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি কিরগিজস্তান ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন,কিরগিজস্তান ভিসা চেক করবেন কেন, ভিসা চেক করার উপায়, ভিসা চেক সার্ভারে পাওয়া না গেলে করনীয়। ই ভিসা চেক,কাজের ভিসা চেক, ভিসা পেতে কতদিন সময় লাগে ইত্যাদি সহ যাবতীয় বিষয়।আশাকরি পোস্টটা পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন।এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ