Visa

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় জানুন।

আপনারা অনেকে জানতে চান কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। ভিসার ইন্টারভিউয়ের দিন থেকে আরম্ভ করে ভিসা প্রাপ্তির দিন পর্যন্ত সকল ডকুমেন্টগুলো ঠিকমত প্রস্তুত করে নিয়ে যাওয়া অনেক কঠিন বিষয়। অনেকে এসব ঝামেলা সামলাতে ব্যর্থ হয়ে ভ্রমণের আগ্রহটাই হারিয়ে ফেলেন।

এসব সমস্যাগুলো নিমিষে দূর করে ফেলা যায় যদি ভিসা করার উপর বাধ্যবাধকতার বিষয়টি না থাকে। আজকে আপনি এই পোস্টটি পড়ে জানতে পারবেন ভিসা ছাড়া কোন কোন দেশগুলোতে অনায়াসে যাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক।

এশিয়ার কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

এশিয়া মহাদেশের কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সেটা এবার জানবো। এই মহাদেশের মধ্যে আপনি ভুটান, মালদ্বীপ,শ্রীলংকা,নেপাল,ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে ভিসা ছাড়া যেতে পারবেন।

ভুটান

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এ প্রশ্নের উত্তরে এশিয়ার দেশ ভুটানের কথা তুলে ধরছি। আপনি চাইলে বিমানে চড়ে পাহাড়ের এ দেশটিতে ঘুরে আসতে পারবেন। এখানকার যে দর্শনীয় স্থানগুলো আপনার নজর কাড়বে সেগুলো হলো,পুনাখা,টাইগারস নেসট মনাস্ট্রি,থিম্পু রাজপ্রাসাদ ইত্যাদি। বাংলাদেশ থেকে হ্যান এয়ারলাইন্স এর মাধ্যমে আপনি ভুটান যেতে পারবেন। যার ন্যূনতম টিকিট মূল্য ৩৮১৭৩ টাকা।

মালদ্বীপ

এশিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। যার রাজধানীর নাম মালে। মুদ্রার নাম রুপিয়া। ভিসা ছাড়াই বিমানযোগে আপনি দ্বীপ রাষ্ট্রটিতে ঘুরে আসতে পারেন। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম সৈকত,মাফুশি দ্বীপ,ওয়াটার স্পট ইত্যাদি। সাধারণত, ঢাকা থেকে মালদ্বীপে যেতে খরচ হয়ে থাকে ৪৩ থেকে ৬০ হাজার টাকা।

শ্রীলংকা

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এ প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কাকে বেছে নিতে পারেন। কারণ শ্রীলংকা প্রায় ২০০০ বছরের প্রাচীন সভ্যতার অধিকারী একটি দেশ। আপনি চাইলে শুধু পাসপোর্ট তৈরি করে দেশটাতে ঘুরে আসতে পারবেন। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন,ক্যান্ডি,সিগিরিয়া,অনুরাধাপুর,গল,ইত্যাদি।

নেপাল

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এ প্রশ্নের উত্তরে আমি  নেপালের কথাই বলব। কারণ নেপাল হিমালয়ের দেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি বিমানের মাধ্যমে নিশ্চিন্তে দেশটিতে যেতে পারবেন। নেপালে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন,অরুণ ভ্যালি,কাঠমান্ডু,লুম্বিনি,প্রাচীর ঘেরা শহর ইত্যাদি।

কম্বোডিয়া

কম্বোডিয়া দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইটে সেখানে যাওয়ার সুযোগ নেই। সেখানে যেতে হলে মালয়েশিয়া বা থাইল্যান্ড ট্রানজিট করে যেতে হবে। কম্বোডিয়ায় অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন,অঙ্কর মন্দির,নাইট মার্কেট ইত্যাদি।

উপরের দেশগুলো ছাড়াও এশিয়ার যে দেশগুলোতে ভিসা ছাড়া যেতে পারবেন সেগুলো হলো,ইন্দোনেশিয়া,মাকাও,জর্জিয়া,পূর্ব তিমুর ও লাউস।

আফ্রিকার যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

এশিয়ার কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় জেনেছি। এবার আফ্রিকার কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সেটা জানব। যেমন,রুয়ান্ডা,উগান্ডা,মৌরিতানিয়া,গাম্বিয়া,কোমোরোস,ইত্যাদি।

রুয়ান্ডা

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এটার উত্তর খুঁজতে গিয়ে অনেকে আফ্রিকার দেশ রুয়ান্ডাকে বেছে নেন। এটি আফ্রিকার পূর্বমধ্যাংশের একটি দেশ। আপনি চাইলে প্রায় ৮০ লক্ষ লোকের বাসকৃত দেশটি থেকে ঘুরে আসতে পারেন।

উগান্ডা

উগান্ডা প্রজাতন্ত্র পূর্বাঞ্চলীয় আফ্রিকার বিষুব রেখার উপর অবস্থিত একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র। যার রাজধানীর নাম কাম্পালা। ভিসা ছাড়াই আপনি আফ্রিকার পূর্বাঞ্চলীয় এ দেশটি থেকে ঘুরে আসতে পারেন।

মৌরিতানিয়া

মৌরিতানিয়ায় ইসলামী প্রজাতন্ত্র বিদ্যমান। এটি উত্তর পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। মৌরিতানিয়া আফ্রিকার একাদশতম বৃহত্তম রাষ্ট্র। আপনি দেশটি থেকে ঘুরে আসতে পারেন।

গাম্বিয়া

গাম্বিয়া পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম দেশ এটি। এটির পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। গাম্বিয়া কৃষিপ্রধান দেশ। দেশটির রাজধানীর নাম বানজুল। আটলান্টিক মহাসাগরের উপকূলের সৌন্দর্য ও পাখ পাখালি দেখতে পর্যটকরা দেশটিতে আসে। আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন।

কোমোরোস

কোমোরোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত কতগুলো দ্বীপের সমষ্টি। এটি একটি স্বাধীন রাষ্ট্র। কোমোরোস দ্বীপপুঞ্জের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি দ্বীপগুলোর সৌন্দর্য উপভোগের জন্য দেশটি থেকে ঘুরে আসতে পারেন।

এছাড়াও, আফ্রিকার যে দেশগুলো থেকে ভিসা ছাড়া ঘুরে আসতে পারেন সেগুলো হল,মাদাগাস্কার,সেশেলস, কাবুভেরদি,মোজাম্বিক ইত্যাদি।

ওশেনিয়ার যে দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া যায়

আফ্রিকা মহাদেশের কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় জানার পর, এবার আমরা জানবো ওশেনিয়ার কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। যেমন,মাইক্রোনেশিয়া,কিরিবাতি,সামোয়া ইত্যাদি।

মাইক্রোনেশিয়া

মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপের সমষ্টি। যার রাজধানীর নাম পালিকির।ভিসা ছাড়াই ওশেনিয়ার এ দেশটি থেকে আপনি ঘুরে আসতে পারেন। মাইক্রোনেসিয়ার অন্তর্ভুক্ত অনেকগুলো দ্বীপ রাষ্ট্র রয়েছে।যেমন,মার্শাল দ্বীপপুঞ্জ,পালাও,নাওরু, ইত্যাদি।

কিরিবাতি

মধ্য প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ কিরিবাতি। দেশটির ৩৩ টি দ্বীপের মধ্যে ২০টিতে জনবসতি বিদ্যমান। কিরিবাতিতে ফিনিক্স দ্বীপপুঞ্জ সুরক্ষিত এলাকা রয়েছে। যেটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। ২০১০ সালে এটি খোদাই করা হয়েছিল। আপনি চাইলে এ ঐতিহ্যবাহী স্থান থেকে ঘুরে আসতে পারেন।

সামোয়া

ওশেনিয়া মহাদেশের কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এটার বিষয়ে আমি সামোয়াকে কে উল্লেখ করব। এটি প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ দেশ। ৫০টিরও বেশি প্রজাতির পাখি রয়েছে দেশটিতে। এখানকার এক মাত্র স্তন্যপায়ী প্রাণী উড়ন্ত শিয়াল,যেটা বিপন্ন হওয়ার পথে। দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি সেখানে যেতে পারেন।

এছাড়াও, ভিসা ছাড়া আপনি ওশেনিয়ার যে দেশগুলোতে যেতে পারেন সেগুলো হলো,কুক আইল্যান্ড,ফিজি,নুউয়ে,টুভালু,ইত্যাদি।

শেষ কথা

উপরিউক্ত আলোচনায় এশিয়া, আফ্রিকা ও ওসেনিয়ার কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, সে বিষয়টি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আশা করি, পোস্টটি পড়লে আপনারা সবাই উপকৃত হবেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো জানুনঃ

বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button