Visa

গ্রিস যেতে কত টাকা লাগে জেনে নিন (আপডেট তথ্য)

গ্রিস যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে জেনে দেশটিতে যেতে চান? তাহলে এ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সে বিষয়টা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন।

দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রাচীন দেশ হিসেবে পরিচিত। অনেকের কাছে দেশটি উন্নত জীবনযাপন এবং আকর্ষণীয় বেতনের একটি দেশ হিসেবে বিবেচিত। তবে দেশটিতে যেতে কত টাকা লাগে? সেখানকার বেতন কত? এ প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খেতে থাকে।

এ পোস্টটিতে আমি গ্রিস যেতে কত টাকা লাগে সে বিষয়টা সহ আনুষঙ্গিক সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরবো। আশাকরি,পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে প্রয়োজনীয় সকল বিষয় জেনে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক।

গ্রিস যেতে কত টাকা লাগে?

গ্রিস যেতে কত টাকা লাগে এ বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া মানুষের সংখ্যা কম নয়। সাধারণত ভিসা ক্যাটাগরি ও ভিসার মেয়াদ অনুযায়ী দেশটিতে যাওয়ার খরচের তারতম্য পরিলক্ষিত হয়ে থাকে।

আপনি সরকারি এবং বেসরকারি দুইভাবেই দেশটিতে যেতে পারবেন। সরকারিভাবে খরচের পরিমাণ কম এবং বেসরকারিভাবে খরচের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।বর্তমানে বাংলাদেশ থেকে দেশটিতে যেতে খরচ হয় প্রায় ৮ থেকে ১২ লাখ টাকা ।

স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে খরচের পরিমাণ প্রায় ৪ থেকে ৬ লাখ টাকা। আপনি টুরিস্ট বা ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে চাইলে খরচ গুনতে হবে ৪ থেকে ৫ লাখ টাকা। তবে বেসরকারিভাবে বা এজেন্সির মাধ্যমে দেশটিতে যাওয়ার ক্ষেত্রে দালাল থেকে সতর্ক থাকতে হবে।

গ্রিস ভিসা আবেদন প্রক্রিয়া

গ্রিস যেতে কত টাকা লাগে সেটা জানার পাশাপাশি দেশটির ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে রাখা জরুরি। সাধারণত স্টুডেন্ট ভিসা,টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যাওয়া যায়। নিচে আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হলো।

প্রথমত,দেশটির Official immigration website এ প্রবেশ করুন এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিন।

দ্বিতীয়ত,ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন এবং ভিসা আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করুন।

তৃতীয়ত,এবার নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করুন।

উল্লেখ্য,বাংলাদেশে অবস্থিত গ্রিসের দূতাবাসে গিয়ে Visa application,biometrics information ও interview দিতে হয়।

গ্রিস যেতে কি কি লাগে?

গ্রিস যেতে কত টাকা লাগে সেটা জানানোর সাথে সাথে এবার জানাবো দেশটিতে যেতে কি কি লাগে সেটা সম্পর্কে।

  • একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন।
  • পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী।
  • রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র।
  • ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা ভাষাগত দক্ষতার সনদপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র।
  • জাতীয় পরিচয় পত্র প্রয়োজন।
  • মেডিকেল সার্টিফিকেট।
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতার সনদপত্র।

গ্রিসে বেতন কত?

গ্রিস যেতে কত টাকা লাগে সেটা জানার সাথে সাথে দেশটির বেতন কত সেটা সম্পর্কে জেনে রাখা জরুরি। মূলত দেশটির কাজের বেতন কত সেটা নির্ভর করে

আপনার কাজের দক্ষতা,যোগ্যতা,অভিজ্ঞতা,কর্মক্ষেত্রের লোকেশন ইত্যাদির উপর। তবে আপনার ভাষাগত দক্ষতা থাকলে ভালো বেতন পাবেন। নিচে দেশটির বিভিন্ন কাজের বেতন সম্পর্কে তুলে ধরা হলো।

  • একজন কৃষি শ্রমিক মাসিক বেতন পেয়ে থাকেন ২থেকে ৩ লক্ষ টাকা।
  • কনস্ট্রাকশন শ্রমিকের মাসিক বেতন ১.৫ থেকে ৩ লক্ষ টাকা।
  • রেস্টুরেন্ট কর্মীর মাসিক বেতন ২ থেকে ৩ লক্ষ টাকা।
  • ড্রাইভিং কাজের বেতন ৩ থেকে ৪ লক্ষ টাকা।
  • রংমিস্ত্রি মাসিক বেতন পেয়ে থাকেন ২ থেকে ৩ লক্ষ টাকা।
  • গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন ১.৫ থেকে ২ লক্ষ টাকা।

গ্রিসের সর্বনিম্ন বেতন কত?

গ্রিস যেতে কত টাকা লাগে এটা জানার পাশাপাশি দেশটির সর্বনিম্ন বেতন কাঠামো সম্পর্কে জানতে হবে। অন্যান্য দেশের মতো দেশটিতে একটি সর্বনিম্ন বেতন কাঠামো বিদ্যমান রয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত সেখানকার সর্বনিম্ন বেতন কাঠামো ৭৬৫ ইউরো বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ১,০৯,২৬৪ ৯৫ টাকা।

গ্রিসে কোন কাজের চাহিদা বেশি?

গ্রিস যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে জানা যেমন জরুরী তেমনি জরুরী দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জানা। আগে থেকে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জানা থাকলে অভিজ্ঞতা অর্জন করে দেশটিতে যেতে পারবেন। নিচে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে তুলে ধরা হলো।

  • কৃষি শ্রমিকের কাজ।
  • রেস্টুরেন্ট কর্মীর কাজ।
  • কনস্ট্রাকশনের কাজ।
  • গার্মেন্টস শ্রমিকের কাজ।
  • রংমিস্ত্রির কাজ।
  • ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মীর কাজ।ইত্যাদি।

তাছাড়া দেশটিতে ডাক্তার নার্স এবং শিক্ষক-শিক্ষিকার চাহিদা অনেক বেশি হয়ে থাকে। ওয়েব ডিজাইন ও তথ্য প্রযুক্তি খাতে অভিজ্ঞ ব্যক্তিবর্গরা দেশটিতে গিয়ে সহজে কাজ পেয়ে যেতে পারেন।

গ্রিস যেতে কত বছর বয়স লাগে?

গ্রিস যেতে কত বছর বয়স লাগে এ প্রশ্নটি অনেকের। প্রকৃতপক্ষে দেশটিতে যাওয়ার ক্ষেত্রে বয়সের কোন বাধ্যবাধকতা রাখা হয়নি। Student visa নিয়ে দেশটিতে যেতে চাইলে শিক্ষার্থীকে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। Work permit visa বা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চাইলে আবেদনকারীকে ন্যূনতম ২১ বছর বয়সী হতে হবে। পর্যটকদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮ বছর।

বাংলাদেশ থেকে গ্রিস যেতে বিমান ভাড়া কত লাগবে?

গ্রিস যেতে কত টাকা লাগে এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে অনেকে বাংলাদেশ থেকে দেশটির বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। বাংলাদেশ থেকে ইকোনমিক ফ্লাইটে দেশটিতে যেতে চাইলে প্রায় ১ লক্ষ টাকা খরচ গুনতে হবে। আর  বিজনেস ক্লাসের বিমানে দেশটিতে যেতে চাইলে খরচ হবে ৩ লক্ষ টাকা।বাংলাদেশ থেকে বিমানের ধরণ অনুযায়ী দেশটিতে যেতে বিমান ভাড়া হবে ৮০ হাজার থেকে ৩ লক্ষ টাকা।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি গ্রিস যেতে কত টাকা লাগে সে বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি,পোস্টটি আপনাদের উপকারে এসেছে। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

কুয়েত যেতে কত টাকা লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button