Wages

ব্রুনাই বেতন কত ২০২৫ (আপডেট)

ব্রুনাই বেতন কত সেটা সম্পর্কে জেনে দেশটিতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে এ পোস্টটি আপনাকে সেটা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে দারুন ভাবে সহযোগিতা করবে।

ব্রুনাই কাজের বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এজন্য দেশটিতে গিয়ে কাজ করতে মানুষের আগ্রহ অনেক বেশি। ব্রুনাই যেতে আগ্রহী ব্যক্তিবর্গের জন্য দেশটির বেতন সম্পর্কে জানা একান্ত অপরিহার্য। এ পোস্টটিতে ব্রুনাই বেতন সম্পর্কিত যাবতীয় বিষয় তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক।

ব্রুনাই বেতন কত?

ব্রুনাই বেতন কত সেটা জানার আগ্রহ অনেকের। দেশটির কাজের বেতন নির্ভর করে আপনার যোগ্যতা,দক্ষতা এবং অভিজ্ঞতার উপর।এদেশের অর্থনীতি তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্ভর। তাছাড়া,কাজের ক্যাটাগরি অনুযায়ী বেতনের তারতম্য হয়ে থাকে।

Work permit visa নিয়ে দেশটিতে গেলে কাজের বেতন হয়ে থাকে ৬৫ হাজার থেকে ২ লক্ষ টাকা। এদেশের শ্রমিকরা প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে অভ্যস্ত। নিচে দেশটির কোন কোন কাজে কত বেতন সেটা সুন্দরভাবে তুলে ধরা হলো।

  • ব্রুনাই মেকানিক্যাল কাজের মাসিক বেতন ৮০,০০০ থেকে ২,০০০০০ টাকা।
  • Cleaner বা পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন ৫৬,৭০০ টাকা থেকে ৯৭,০০০ টাকা।
  • কেয়ারটেকারের মাসিক বেতন ৮০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা।
  • ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ ১,৪৪,০০০ টাকা।
  • ফ্যাক্টরি শ্রমিক মাসিক বেতন পেয়ে থাকেন ৬৪,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
  •  ইলেকট্রিশিয়ানের মাসিক বেতন ৯৬,০০০ থেকে
  • ১,৬০,০০০ টাকা।
  • ড্রাইভারের বেতন ৯৬,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

ব্রুনাই সর্বনিম্ন বেতন কত?

ব্রুনাই বেতন কত সেটা জানার পাশাপাশি দেশটির সর্বনিম্ন বেতন সম্পর্কে জেনে রাখা আবশ্যক। অন্যান্য দেশের মতো ব্রুনাইয়ে সর্বনিম্ন বেতন কাঠামো বিদ্যমান রয়েছে। তবে কোম্পানি ভেদে দেশটির বেসিক বেতনে তারতম্য পরিলক্ষিত হয়ে থাকে। তাছাড়া,দক্ষতা এবং যোগ্যতার মাপকাঠিতে বেতনের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিতে পারে।

দেশটিতে সর্বনিম্ন বেতন প্রায় ৮০০ ডলার। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ৯৭,৩৬৮ টাকা। এছাড়াও এখানে ওভার টাইমে কাজ করে বাড়তি টাকা উপার্জনের সুযোগ রয়েছে।

ব্রুনাই সর্বোচ্চ বেতন কত?

ব্রুনাই বেতন কত সেটা সম্পর্কে জানতে গিয়ে অনেকে দেশটির সর্বোচ্চ বেতন সম্পর্কে জানতে চান। দেশটিতে সাধারণত বিভিন্ন চাহিদা সম্পন্ন পেশা যেমনঃ Construction,doctor,driving, hotel and restaurant ইত্যাদি পেশাগুলোতে বেশি বেতন প্রদান করে থাকে।

এই কাজগুলোতে সর্বোচ্চ বেতন হয়ে থাকে প্রায়  ৩,৬০০ ডলার থেকে ৫,৫০০ ডলার বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৪,৩৮,১৯২ টাকা থেকে ৬,৬৯,৪৬০ টাকা প্রায়।

ব্রুনাই কোন কাজের বেতন বেশি?

ব্রুনাই বেতন কত সেটা জানার সাথে সাথে চলুন এবার জেনে নেওয়া যাক দেশটির কোন কাজের বেতন বেশি সেটা সম্পর্কে। এখানকার কাজের বেতন দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। দেশটিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা বেশি বেতন পেয়ে থাকেন।

এই দেশটিতে যাওয়ার পূর্বে সেখানকার কোন কাজগুলোতে বেতন বেশি সেটা সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। নিচে দেশটির কোন কাজগুলোতে বেতন বেশি সে বিষয়টা সুন্দরভাবে তুলে ধরা হলো।

  • Construction worker
  • Factory worker
  • Plumber
  • Driving
  • Mechanic
  • Hotel and restaurant etc.

তাছাড়া পেশা ভিত্তিক চাহিদা সম্পন্ন কাজগুলোর মধ্যে রয়েছে

ফিনান্সিয়াল অ্যানালিস্ট,ডাক্তার,নার্স,ফার্মাসিস্ট,সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি। যেগুলোর বেতন বেশি হয়ে থাকে।

ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি?

ব্রুনাই বেতন কত সেটা জানা যেমন জরুরী তেমনি জরুরী দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জানা। নিচে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো তুলে ধরা হলো।

  • কনস্ট্রাকশনের কাজ
  • ডাক্তার
  • হোটেল বা রেস্টুরেন্টের কাজ
  • ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী
  • গার্মেন্টস বা ফ্যাক্টরির কাজ
  • টাইলস মিস্ত্রির কাজ
  • ফুড ডেলিভারি ম্যান
  • ইলেকট্রিশিয়ান
  • মেকানিক ইত্যাদি।

ব্রুনাই ভিসার দাম কত?

ব্রুনাই বেতন কত সেটা সম্পর্কে জানাতে গিয়ে এবার জানাবো দেশটির ভিসার দাম সম্পর্কে। সাধারণত ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে দেশটির ভিসার দামের মধ্যে তারতম্য পরিলক্ষিত হয়। এক্ষেত্রে দাম কম বেশি হয়ে থাকে। নিচে দেশটির বিভিন্ন ভিসার দাম সম্পর্কে তুলে ধরা হলো।

  1. দেশটির Work permit visa বা কাজের ভিসার দাম হয়ে থাকে প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা।
  2. Tourist visa বা ভ্রমণ ভিসার দাম প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা।
  3. স্টুডেন্ট ভিসার দাম প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা।

ব্রুনাই যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইটে ব্রুনাই যাওয়ার সুযোগ নেই। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট এবং একাধিক ট্রানজিটের মাধ্যমে দেশটিতে যাওয়া যায়। নিচে দেশটিতে যেতে খরচের পরিমাণ উল্লেখ করা হলো।

Work permit visa বা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে খরচ হয় প্রায় ৮ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা।

Student visa নিয়ে দেশটিতে যেতে খরচ হয়ে থাকে প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা।

Tourist visa বা ভ্রমণ ভিসায় যেতে খরচের পরিমাণ ২ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা।

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে?

দেশটিতে যেতে হলে সর্বনিম্ন ১৮ বছর বয়স এবং সর্বোচ্চ ৫৫ বছর বয়স লাগে।

Work permit visa বা কাজের ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার জন্য ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে visa application করতে হয়।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি ব্রুনাই বেতন কত সেটা সম্পর্কিত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি,পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন।এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।

আরো জানুনঃ

আলবেনিয়া বেতন কত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button