Visa

দুবাই যেতে কত টাকা লাগে জেনে নিন।

দুবাই যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে জেনে উন্নত দেশ দুবাই যেতে চান? তাহলে চলুন বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক। দুবাই পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি। যেটা মরুভূমির বুকে জ্বলজ্বল করে জ্বলতে থাকা এক আশ্চর্য নগরী হিসেবে পরিচিত। এটা একটা উন্নত শহর কিন্তু অনেকে ভুল করে এটাকে দেশ হিসেবে ভেবে থাকেন। বর্তমানে শহরটি প্রবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। উন্নত প্রযুক্তি,আধুনিক সুযোগ সুবিধার সমাহার,উন্নত জীবনমান এবং উচ্চ আয়ের সম্ভাবনার কারণে দেশটি সকলের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিগণিত।

কিন্তু দুবাই যেতে কত টাকা লাগে এ প্রশ্নটি অনেকের। আজকের এ পোস্টটিতে আমি দুবাই যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পোস্টটি পড়লে আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক।

দুবাই ভিসার ধরন

দুবাই যেতে কত টাকা লাগে সেটা জানার পাশাপাশি দেশটির ভিসার ধরন সম্পর্কে জেনে রাখা একান্ত প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান শহর হিসেবে পরিচিত দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নময় নগরী হিসেবে পরিচিত।তাছাড়া দেশটি নানা রকম সুযোগ-সুবিধা সহ বিপুল আয়ের সম্ভাবনাময় দেশ হিসেবে সুখ্যাতি  অর্জন করেছে।

দুবাই যাওয়ার সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

  • দুবাই টুরিস্ট বা ভ্রমণ ভিসা।
  • Student visa
  • Company visa
  • Work permit visa বা কাজের ভিসা।

দুবাই যেতে কত টাকা লাগে?

দুবাই যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে জানা একান্ত আবশ্যক। প্রকৃতপক্ষে,ভিসার ধরণ অনুযায়ী খরচের পরিমাণটা কম বেশি হয়ে থাকে। সাধারণত,বাংলাদেশ থেকে Work Permit ভিসা নিয়ে দুবাই যেতে খরচের পরিমান ৫ থেকে ৮ লক্ষ টাকা। তবে, সরকারিভাবে Work permit ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার খরচ তুলনামূলকভাবে কম হয়ে থাকে। নিচে দুবাই যাওয়ার বিভিন্ন ভিসার খরচসমূহ সুন্দরভাবে তুলে ধরা হলো।

দুবাই টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা খরচ

দুবাই যেতে কত টাকা লাগে সেটা জানার পাশাপাশি ভ্রমণ পিপাসুরা দেশটির টুরিস্ট ভিসার খরচ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। কারণ,দেশটিতে ভ্রমণের জন্য নানা ধরনের আকর্ষণীয় স্থান বিদ্যমান রয়েছে। যেমন,বুর্জ খলিফা,পাম জুমেইরা,ডেজার্ট সাফারি,দুবাই মল ইত্যাদি। সাধারণত,টুরিস্ট ভিসার খরচ ১ লক্ষ থেকে  ৩লক্ষ টাকা।

স্টুডেন্ট ভিসা খরচ

প্রতিবছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমান। কারণ,দেশটিতে রয়েছে মানসম্মত পড়াশোনার সুব্যবস্থা এবং কাজের ভিসার খরচবিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সমাহার। যেমন,University of Dubai,United arab emirate university(UAEU)বা সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়,হারিয়ট-ওয়াট ইউনিভার্সিটি দুবাই,Khalifa university ইত্যাদি। সাধারণত,দুবাই স্টুডেন্ট ভিসার আনুমানিক খরচ হয়ে থাকে ২.৫ লক্ষ্য থেকে ৪ লক্ষ টাকা।

কোম্পানি ভিসা খরচ

সাধারণত,কোম্পানি ভিসা কর্মসংস্থান সংশ্লিষ্ট ভিসা হিসেবে বিশেষভাবে পরিচিত। সরকারিভাবে এই ভিসার জন্য আপনাকে খরচ গুনতে হবে ৩ থেকে ৪ লক্ষ টাকা।এবং বেসরকারিভাবে খরচের পরিমাণ হবে ৫ থেকে ৭ লক্ষ টাকা।

Work permit বা কাজের ভিসা

কর্মসংস্থানের জন্য সাধারণত Work permit ভিসা দেওয়া হয়ে থাকে। সরকারিভাবে কাজের ভিসার খরচ প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা এবং বেসরকারিভাবে খরচ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা।

দুবাই যেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন

দুবাই যেতে কত টাকা লাগে এটা জানার পাশাপাশি  দেশটিতে যেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন সেটা জানা একান্ত জরুরী। নিচে এ বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

  • একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • Medical certificate (Not applicable for visit visa)
  • Certificate of work proficiency বা কাজের দক্ষতার সার্টিফিকেট।
  • Bank statement বা ব্যাংক হিসাব বিবরণী।
  • National ID Card বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র।
  • চাকরিজীবী হলে অফিসিয়াল এজেন্সির স্ক্যান কপি প্রয়োজন।

দুবাই যেতে কত বছর বয়স লাগে

দুবাই যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে আলোচনা সাথে সাথে এবার আমরা জানবো দেশটিতে যেতে কত বছর বয়স লাগে সেটা সম্পর্কে। সাধারণত,দুবাই ভিসা আবেদন করার জন্য আপনার বয়স ১৮ বছর হতে হবে। তবে,Visit visa কিংবা Student visa নিয়ে দেশটিতে গেলে বয়সের কোনো Requirment নেই। আপনি Work permit visa বা কাজের ভিসায় আবেদন করতে চাইলে বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে।

বাংলাদেশ টু দুবাই বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে দুবাই যেতে আগ্রহী সকলের জন্য সে দেশের বিমান ভাড়া সম্পর্কে জানা একান্ত জরুরী। সাধারণত,Ticket ,Class ও Airliance এর উপর ভিত্তি করে দুবাই বিমান ভাড়ার মধ্যে ভিন্ন হয়ে থাকে। Bangladesh to dubai বিমান ভাড়া প্রায় ৫০ হাজার টাকা থেকে  প্রায় ৩ লক্ষ টাকা।

দুবাই কোন কাজের চাহিদা বেশি

দুবাই যেতে ইচ্ছুক সকলের জন্য  দেশটির কোন কাজের চাহিদা বেশি সেটা সম্পর্কে জেনে নেওয়া একান্ত জরুরী।অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে দেশটিতে বিভিন্ন রকমের কাজের চাহিদা রয়েছে । আপনি অভিজ্ঞএবং দক্ষ কর্মী হিসেবে দেশটিতে গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। নিচে  দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলোর তালিকা সুন্দর ভাবে বর্ণনা করা হলো।

  • CLEANER বা পরিচ্ছন্নতা কর্মী।
  • CONSTRUCTION
  • DRIVING
  • ELECTRICAL
  • COMPUTER OPERATOR
  • MECHANICAL
  • মসজিদ ক্লিনার।
  • ডেলিভারি বয়ের কাজ।
  •  SECURITY GUARD
  • ROAD CLEANER বা রাস্তা পরিষ্কারের কাজ।

দুবাই সর্বনিম্ন বেতন কত

দুবাই যেতে ইচ্ছুক অনেকেই দেশটির সর্বনিম্ন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। সাধারণত,দেশটি অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তি করে বেতনের পরিমান নির্ধারণ করে থাকে। সর্বপ্রথম আপনি যে কাজের জন্য উন্নত দেশটিতে যেতে চাচ্ছেন সে কাজের উপর অভিজ্ঞতা অর্জন করুন। দেশটিতে গিয়ে আপনি যদি অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেন তাহলে  ভালো মানের ইনকাম করার সুযোগ পাবেন। দেশটির সর্বনিম্ন বেতন ৩০ হাজার বা তার উপরে।

শেষকথা

উপরিউক্ত পোস্টটিতে আমি দুবাই যেতে কত টাকা লাগে সে বিষয়টা সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি,পোস্টটি পড়ে আপনারা সবাই  অনেক উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে Visabarta.com এর সাথেই থাকুন। ধন্যবাদ।

আরো জানুনঃ

দুবাই সর্বনিম্ন বেতন কত

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button