Visa

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় ২০২৫

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সেটা সম্পর্কে জানতে চান? তাহলে এ পোস্টটি আপনাকে সেটা সম্পর্কে জানতে সহযোগিতা করবে। লটারির মাধ্যমে উন্নত এ দেশটিতে যাওয়া যায়। এ আর্টিকেলটিতে আমি লটারি ছাড়া কিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়া যায় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিষয়টি সম্পর্কে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পোস্টটি পড়তে হবে।

দক্ষিণ কোরিয়া তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ ও উন্নত একটি দেশ। এই দেশে বিভিন্ন সেক্টরে কাজ করে ভালো মানের টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। দেশটিতে কাজ করে মাসে ২ থেকে ৩ লক্ষ টাকা আয় করা যায়।

আপনি লটারির মাধ্যমে সরকারিভাবে দেশটিতে যেতে পারবেন। উন্নত জীবনযাপন ও ভালো মানের ইনকামের প্রত্যাশায় প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ দেশটিতে পাড়ি জমাচ্ছেন। অনেকে লটারি ছাড়া দেশটিতে যাওয়ার উপায় খুঁজে থাকেন। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক।

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানা একান্ত জরুরী। বাংলাদেশ থেকে লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিরা Student visa ও Business visa নিয়ে দেশটিতে যেতে পারেন। সরকারিভাবে দেশটাতে যেতে চাইলে লটারি ছাড়া বিকল্প কোন উপায় নেই। সরকারিভাবে যেতে ইচ্ছুক ব্যক্তিরা লটারির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর বোয়েলসলের মাধ্যমে দেশটিতে যেতে পারবেন।

বাংলাদেশী শিক্ষার্থীরা লটারি ছাড়া  Student visa নিয়ে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করতে পারে। শিক্ষার্থীদের যে কোন একটি University তে ভর্তি হতে হবে। এক্ষেত্রে ভর্তির জন্য Offer letter,Bank statement,Language proficiency বা ভাষাগত দক্ষতা থাকা একান্ত আবশ্যক। এছাড়া আপনার জন্য লটারি ছাড়া Business visa নিয়ে দেশটিতে পাড়ি জমানোর সুবর্ণ সুযোগ রয়েছে।

আপনি একজন Applicant বা আবেদনকারী হলে এটার জন্য আপনাকে কম করে হলেও ৫ লাখ ডলার Invest করতে হবে। উল্লেখ করার মতো বিষয়টি হলো লটারির মাধ্যমে দেশটিতে যেতে পারলে তুলনামূলক কম খরচে যাওয়া যায়।

দক্ষিণ কোরিয়া যেতে কি কি লাগে?

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানার সাথে সাথে দেশটিতে যেতে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিচে তুলে ধরা হলো।

  • ৬ মাস মেয়াদী একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অফার লেটার প্রয়োজন।
  • Bank statement বা ব্যাংক বিবরণী।
  • Recommendation letter বা সুপারিশ পত্র।
  • Korean language proficiency বা কোরিয়ান ভাষা দক্ষতা।
  • Medical report
  • Certificate of work experience বা কাজের দক্ষতার সার্টিফিকেট।
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • Colour test certificate

দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে?

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানাতে গিয়ে এবার জানাবো দেশটিতে যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে। বাংলাদেশ থেকে সরকারিভাবে দেশটিতে যেতে হলে লটারি বিকল্প কোন উপায় নেই। অল্প খরচে Student visa নিয়ে দেশটিতে যেতে চাইলে  নিজে নিজে ভিসা প্রক্রিয়াকরণের কাজ করতে হবে।

সাধারণত,বাংলাদেশ থেকে লটারি ছাড়া South korea যেতে ৪ থেকে ৫ লক্ষ টাকা প্রয়োজন। Business ভিসা নিয়ে দেশটিতে যেতে খরচের পরিমাণ ৩ থেকে ৫ লক্ষ টাকা।

দক্ষিণ কোরিয়া যেতে কত বয়স লাগে?

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানতে গিয়ে অনেকে দেশটিতে যেতে কত বয়স লাগে সেটা সম্পর্কে প্রশ্ন করে থাকেন। বাংলাদেশ থেকে Student visa নিয়ে দেশটিতে যেতে হলে আবেদনকারীকে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।Business ভিসার ক্ষেত্রে বয়সের Requirement ১৮ বছর।

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

কোন কাজের চাহিদা বেশি?

লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানাতে গিয়ে এবার দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জানাবো। নিচে দেশটির চাহিদা সম্পন্ন কাজ গুলোর তালিকা সুন্দরভাবে তুলে ধরা হলো।

  • Electrician
  • Cleaner বা পরিচ্ছন্নতাকর্মী।
  •  Nurse
  • নির্মাণ শ্রমিকের কাজ।
  • Agriculture বা কৃষিকাজ।
  • Mechanical
  • ফ্যাক্টরির কাজ।
  • গৃহকর্মীর কাজ।
  • রেস্টুরেন্ট এর কাজ।ইত্যাদি।

কোরিয়া লটারি সার্কুলার ২০২৫

কোরিয়া লটারি সার্কুলার ২০২৫ এর তারিখ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে,২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সার্কুলার হওয়ার কথা ছিল বলে জানা গেছে।

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক সকলের জন্য দেশটিতে যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে জানা একান্ত জরুরী। নিচে বাংলাদেশ থেকে দেশটিতে যেতে খরচের পরিমাপ সম্পর্কে ধারণা প্রদান করা হলো।

ভিসা ফি:

দেশটিতে যেতে ভিসা ফি ৪,৪০০ থেকে ৯,৮৮৫ টাকা।

বিমান ভাড়া:

রাজধানী শহর ঢাকা থেকে Seoul rute এর জন্য return ticket সহ খরচের পরিমাণ হবে ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

থাকা খাওয়ার খরচ:

সাধারণত, আপনার জীবনযাত্রার মান এবং পছন্দের উপর খরচের পরিমাণটা নির্ভর করে। এ হিসেবে আপনার দৈনিক খরচের খরচের পরিমাণ হবে ২,০০০থেকে ৫,০০০ টাকা ।

অন্যান্য খরচ:

অন্যান্য খরচের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Visa processing fee,Insurance,Local transportation fee বা স্থানীয় পরিবহন ফি ইত্যাদি।

মোট খরচ:

সমস্ত খরচ যোগ করে দেখা যায় যে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে খরচের পরিমাণ ১,০০০০০ থেকে ২,০০০০০ বা এর বেশিও হতে পারে।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সহ এর আনুষঙ্গিক বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি, পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে Visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় জানুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button