ক্রোয়েশিয়া বেতন কত ২০২৫ (আপডেট তথ্য)
ক্রোয়েশিয়া বেতন কত সেটা জেনে দেশটিতে গিয়ে কাজ করে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছেন? তাহলে এ পোস্টটি সেটাসম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য প্রদান করে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে।ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ।
কাজের ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার পূর্বে সেখানকার বেতন সম্পর্কে জানা অপরিহার্য। তাছাড়া,বেতন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে দালাল চক্র কিংবা এজেন্সি দ্বারা প্রতারিত হতে পারেন।এ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়লে ক্রোয়েশিয়ার বেতন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন।চলুন তাহলে শুরু করা যাক।
ক্রোয়েশিয়া বেতন কত?
ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কে জেনে দেশটিতে যেতে হবে। দেশটি সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে বেতনের পরিমাণ বেশি হয়ে থাকে। অভিজ্ঞতা,দক্ষতা,শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাটাগরির উপর ভিত্তি করে দেশটির বেতনের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়।
ক্রোয়েশিয়া কাজের বর্তমান বেতনের পরিমাণ প্রায় ৮০হাজার থেকে ২ লক্ষ টাকা। দেশটির নাগরিকদের মাসিক গড় ইনকামের পরিমাণ ২ লক্ষ টাকা।তাছাড়া,দেশটিতে কিছু কিছু কাজ রয়েছে যেগুলোর বেতন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। যেমন,কন্সট্রাকশন,ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল,ড্রাইভিং ইত্যাদি।এ ধরনের কাজগুলোর মাসিক বেতনের পরিমাণ প্রায় ৪,৬০০ইউরো থেকে ৮,২০০ ইউরো। নিচে ক্রোয়েশিয়া কাজের বেতনের বিষয়টি আরো সুন্দরভাবে তুলে ধরা হলো।
- হোটেল বা রেস্টুরেন্টের কাজের বেতন ৬০,০০০ থেকে ৯০,০০০ হাজার টাকা।
- ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মীর বেতন ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা।
- কৃষি কাজের বেতনের পরিমাণ ৬০ থেকে ১ লক্ষ টাকা।
- কলকারখানার শ্রমিকদের বেতন ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা।
- লেবারের বেতনের পরিমাণ ৪০,০০০ থেকে ৮০,০০০ টাকা।
- শ্রমিকের বেতনের পরিমাণ ৫০,০০০ থেকে ৯০,০০০ টাকা।
সর্বনিম্ন বেতন কত?
ক্রোয়েশিয়া বেতন কত সেটা জানার পাশাপাশি দেশটির সর্বনিম্ন বেতন সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। দেশটিতে সর্বনিম্ন বেতন কাঠামো বিদ্যমান রয়েছে। কারণ,ন্যায় বিচার ও স্থিতিশীলতার জন্য সর্বনিম্ন বেতন কাঠামোর তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।ক্রোয়েশিয়ায় সর্বনিম্ন বেতনের পরিমাণ ৯৭০ ইউরো।
সকলের প্রতি সাম্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রোয়েশিয়া সরকার প্রতিবছর সর্বনিম্ন বেতন বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে থাকেন। এটি শ্রমিকদের উন্নত জীবনযাপন ও দারিদ্রতা দূর করতে বিশেষ ভূমিকা রাখে।দেশটিতে কাজের নির্ধারিত সময়সীমা সপ্তাহে ৪০ ঘন্টা। তাছাড়া,ওভারটাইম কাজ করে ভালো বেতন পাওয়া যায়।এদেশের Worker বা কর্মীদের সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘন্টা ওভারটাইম করার সক্ষমতা রয়েছে।
ক্রোয়েশিয়া মালিকানাধীন কাজের বেতন কত?
ক্রোয়েশিয়া বেতন কত সেটা জানানোর সাথে সাথে এবার আসি দেশটির মালিকানাধীন কাজের বেতন সম্পর্কে আলোচনা নিয়ে। দেশটির মালিকানাধীন কাজের সুযোগ-সুবিধা অনেক বেশি।মালিকানাধীন কাজের সর্বনিম্ন বেতনের পরিমাণ ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। তাছাড়া,মালিকানাধীন কাজগুলোতে অনেক টাকা বকশিশ পাওয়ার সুযোগ রয়েছে।
ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি?
ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কে জানার সাথে সাথে চলুন এবার দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমানে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলোর মধ্যে রয়েছে,
- Construction
- Electrical
- Mechanical
- Driving
- Cleaner
- Food packaging
- হোটেল বা রেস্টুরেন্টের কাজ।
- রাজমিস্ত্রি।
- ডেলিভারি বয়।
- গবাদি পশু পালন।
- টাইলস মিস্ত্রির কাজ।ইত্যাদি।
Work permit visa বা কাজের ভিসা Processing করার পূর্বে দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া অতীব জরুরী।
ক্রোয়েশিয়া কোন কাজের বেতন বেশি?
ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কে জানতে গিয়ে অনেকে দেশটির কোন কাজে বেতন বেশি সেটা সম্পর্কে জানতে চান।সাধারণত,দেশটিতে Cleaner, Hotel stuff, Waiter, Ride sharing, Food delivery service, Packaging worker, Agricultural worker ইত্যাদি কাজের বেতন বেশি।
ক্রোয়েশিয়ায় নাগরিকত্ব পাওয়ার সহজ উপায়
ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কে আলোচনার সাথে সাথে এবার দেশটির নাগরিকত্ব পাওয়ার সহজ উপায় নিয়ে আলোচনা করবো।
দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে কমপক্ষে ৮ বছর বৈধভাবে বসবাস করতে হবে। সেখানকার কোন নাগরিককে বিয়ে করার ১ বছর পর Citizenship বা নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
তাছাড়া,কোন সন্তান দেশটিতে জন্মগ্রহণ করলে এবং তার পিতা অথবা মাতা কোন একজন দেশটির নাগরিক হলে,সন্তান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কিত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি, পোস্টটি পড়ে আপনারা দেশটির বেতন সম্পর্কিত যাবতীয় বিষয় জেনে উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ
কিরগিজস্তান গার্মেন্টস বেতন কত বিস্তারিত