Wages

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি জেনে নিন।

উন্নত জীবন ও ক্যারিয়ার গড়ার জন্য সৌদি আরব যেতে চান? তাহলে সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এ বিষয়টি জানা আপনার জন্য একান্ত আবশ্যক। সৌদি আরব মধ্যপ্রাচ্যের বড় রাষ্ট্র। দেশটির রাজধানী রিয়াদ এবং মুদ্রার নাম রিয়াল। প্রতিবছর অসংখ্য মানুষ উন্নত জীবনযাপন ও কর্মের সন্ধানে দেশটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে থাকেন।

কিন্তু অনেকেই জানেন না সৌদি আরবে কোন কোন কাজে বেতন বেশি। আপনি যদি সৌদি আরব যাওয়ার জন্য একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে এ পোস্টটি আপনার জন্য। কারণ,পোস্টটিতে আমি উল্লেখ করবো সৌদি আরবের চাহিদা সম্পন্ন কাজ ও বিভিন্ন পেশার বেতন সম্পর্কে।

যেমন,সৌদি আরবের ড্রাইভিং বেতন কত,কফি শপ ভিসার বেতন কত,সর্বনিম্ন বেতন কত,হাউজ ড্রাইভিং এর বেতন কত,অফিস বয়ের সর্বোচ্চ বেতন কত,ইত্যাদি। চলুন তাহলে শুরু করা যাক।

সৌদি আরবের ড্রাইভিং বেতন কত?

সৌদি আরবের ড্রাইভিং ভিসায় বেতন কত এ বিষয়টি জানার আগ্রহ অনেকের। সাধারণত,সৌদিতে ড্রাইভিং ভিসায় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষই যেয়ে থাকে। তবে,বর্তমানে এ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কেননা,যে ক্যাটাগরির ভিসাগুলো রয়েছে যেমন,লেবার ভিসা, ক্লিনার ভিসা,ইত্যাদি।

এগুলোর মধ্যে ড্রাইভিং ভিসায় অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া,এই পেশাটিতে বেতন এবং সম্মানটাও অনেক বেশি। এজন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে দক্ষ ড্রাইভাররা এ দেশটিতে যেতে আগ্রহ প্রকাশ করে থাকে।

তিন ধরনের ড্রাইভিং ভিসায় বাংলাদেশ থেকে আপনি সৌদিতে যেতে পারবেন সেগুলো হলো। কোম্পানি ড্রাইভিং,হাউস ড্রাইভিং,এবং ফ্রি ভিসা ড্রাইভিং।এছাড়াও,আপনি যদি সৌদিতে গিয়ে একবার লাইসেন্স করে ফেলতে পারেন, তাহলে আপনার সর্বনিম্ন বেতন ১৫০০ রিয়াল। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৪৭,৭১৫ টাকা। সৌদি আরবে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেমন আল মাজাল,আলতুই,আল ফাহাদ ইত্যাদি।ড্রাইভিং শিখে এসব কোম্পানিতে আসলে আপনি ভালো মানের বেতন পাবেন।

সৌদি কফি শপ ভিসার বেতন কত?

সৌদি কফি শপ ভিসার বেতন কত এটা জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। আপনারা যদি কফিলের মাধ্যমে কফি শপ ভিসায় সৌদি আরব যেতে পারেন তাহলে আপনার বেসিক বেতন হবে ১৫০০ রিয়াল। আকামা এবং খাবারের জন্য আপনাকে ২০০ রিয়াল দিতেও পারে আবার না দিতেও পারে।

আকামা এবং থাকার খরচ আপনার কফিল বহন করে থাকে। আপনাকে  ডিউটি করতে হবে ১২ ঘণ্টা আবার অনেক ক্ষেত্রে ৮ ঘন্টা ডিউটি করা লাগতে পারে। দুই বছর পর পর আপনি ছুটি পাবেন।

সৌদি আরবের সর্বনিম্ন বেতন কত?

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এটা জানার পাশাপাশি অনেকে জানতে চান সৌদি আরবের সর্বনিম্ন বেতন কত।সাধারণত, সৌদি আরবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের কোন স্কেল নেই। এটা আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করবে। কারণ একেক কোম্পানি এবং কাজের একেক বেতন।সৌদি আরবে এমন শ্রমিকও রয়েছে ৪০০ কিংবা ৫০০ টাকা বেতনে কাজ করছে।

আবার এমনও লোক আছে যারা৩,০০০ কিংবা ৪,০০০ রিয়ালেও কাজ করছে। আপনি  কাজ শিখে আসলে অথবা কাজের দক্ষতা থাকলে বেতনের পরিমাণটা বেশি পাবেন।তবে,বর্তমানে ক্লিনার ভিসায় বা অন্যান্য কাজে যেসব লোক দেশটিতে যাচ্ছে তাদের বেসিক বেতন ৮০০ রিয়াল। বর্তমানে এটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

সৌদি আরবের হাউজ ড্রাইভিং এর বেতন কত?

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এটা জানার সাথে সাথে দেশটিতে হাউস ড্রাইভিং এর বেতন কত সেটা জানা জরুরী। হাউস ড্রাইভিংয়ে আপনার বেতন হবে ১৪০০ কিংবা ১৫০০ রিয়াল। তবে হাউস ড্রাইভিংয়ে আপনার বেতন যেমনই হোক ডিউটির কোন ঠিক ঠিকানা নাই। যেমন, আপনি যদি কোম্পানির  ড্রাইভিং ভিসায় সৌদি আরব যেতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ গাড়ি চালাতে পারবেন ১২ ঘন্টা। কিন্তু হাউজ ড্রাইভিংয়ে এরকম ঘণ্টার কোন হিসাব নাই।

অফিস বয়ের সর্বোচ্চ বেতন কত?

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এটা জানানোর পাশাপাশি এবার জানাবো অফিস বয়ের সর্বোচ্চ বেতন কত। তবে,এ কাজটি  অনেক আরামের কাজ। কারণ এ কাজে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে এবং সপ্তাহে শুক্রবার এবং শনিবারে দুইদিন ছুটি পাবেন। নতুন অবস্থায় আপনি সেখানে গেলে একেক জায়গায় একেক রকমের বেতন ধরা হয়।তবে বেশিরভাগ বেতন ১৫০০ রিয়াল হয়ে থাকে।

সৌদি আরবের কি কি কাজের চাহিদা বেশি?

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এটা জানার পর এবার জানবো সৌদি আরবে কোন কোন কাজের চাহিদা বেশি। দেশটিতে যে সকল কাজের চাহিদা বেশি সেগুলো হলো। ইলেকট্রিশিয়ান,টেকনিশিয়ান,প্লাম্বিং,অটোমোবাইল,ওয়েল্ডিং ইত্যাদি।

শেষ কথা

উপরের আলোচনায় আমি সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এ বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। যেমন,সৌদি আরবের ড্রাইভিং বেতন কত,কফি শপ ভিসার বেতন কত,সৌদি আরবের সর্বনিম্ন বেতন কত,হাউস ড্রাইভিং বেতন কত,অফিস বয়ের সর্বোচ্চ বেতন কত,কি কি কাজের চাহিদা বেশি,ইত্যাদি।আশা করি,পোস্টটি আপনাদের উপকারে আসবে। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।

আরো জানুনঃ

দুবাই সুপার মার্কেট ভিসা বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button