Wages

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত এটা জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন।এটি দক্ষিণ পূর্বএশিয়ার একটি দ্বীপ দেশ।এক সময়কার জেলেপল্লী নামে খ্যাত দেশটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশগুলোর  একটি। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার এবং রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। দেশটির স্থলভুমির আয়তন ৬৯৯ বর্গ কিলোমিটার এবং তট রেখার দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।

সিঙ্গাপুর প্রথম সারির দেশ হিসেবে পরিচিত হওয়ার পেছনে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন,অনুকূল অভিবাসন,দক্ষ শ্রমিক এবং ব্যবসা বাণিজ্যের সুপরিকল্পিত উদ্যোগ ইত্যাদি। এই পোস্টটিতে আমি জানাবো এশিয়ার চার বাঘ নামে খ্যাত সিঙ্গাপুরের সর্বনিম্ন বেতন,সর্বোচ্চ বেতন,সেখানে কোন কাজের চাহিদা বেশি, যেতে কত টাকা লাগে,ভিসার দাম কত,সিঙ্গাপুরে কোন ভিসা ভালো,সহজে কোন ভিসা পাওয়া যায় ইত্যাদি।

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত?

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত এবার সে বিষয়টি জানাবো।সাধারণত,সিঙ্গাপুরে একজন কাজে অনভিজ্ঞ শ্রমিক ন্যূনতম মজুরি পায় প্রায় ৪০ হাজার টাকা।এবং অভিজ্ঞ ও দক্ষ শ্রমিক ন্যূনতম মজুরি পেয়ে থাকে প্রায় ৬০ হাজার টাকা।তাছাড়া, একজন শ্রমিক চাইলে ওভারটাইমেও কাজ করতে পারে।ওভারটাইমে একজন শ্রমিক মাসে সর্বনিম্ন আয় করে থাকে ৬০ থেকে ৭০ হাজার টাকা।

সিঙ্গাপুরে সর্বোচ্চ বেতন কত?

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত জানার পর এবার আমরা জেনে নেব সিঙ্গাপুরের সর্বোচ্চ বেতন কত। সাধারণত,সিঙ্গাপুরের সর্বোচ্চ বেতন নির্ভর করে আপনি কাজের উপর কতটুকু দক্ষ সেটার উপরে।অর্থাৎ আপনার দক্ষতা, যোগ্যতা, এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়ে থাকে।

আপনি যদি সিঙ্গাপুরে এক্সকাবেটর লাইসেন্স নিতে পারেন এবং যদি কনস্ট্রাকট সেক্টরে হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে যাবে।এমনকি আপনি মাসে ৪ হাজার থেকে ৫ হাজার ডলার ইনকাম করতে পারবেন।

তাছাড়া, সিঙ্গাপুরে ব্যাংকিং,চিকিৎসা এবং তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করা পেশাজীবীদের বেতনও সর্বোচ্চ হয়ে থাকে।সাধারণত,এসব পেশাজীবীরা বেতন পেয়ে থাকেন ৩লক্ষ টাকা বা তারও বেশি।

সিঙ্গাপুরে যে কাজের চাহিদা বেশি

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত এটা জানার পাশাপাশি অনেকে জানতে চান সিঙ্গাপুরে কোন কোন কাজের চাহিদা বেশি।এবার সে বিষয়টা সম্পর্কে আমরা জেনে নেব।

সিঙ্গাপুরে যে কাজগুলোর চাহিদা বেশী সেগুলো হলো,সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, ম্যাকানিক্যাল প্রকৌশলী,বায়ো মেডিকেল প্রকৌশলী ,ফার্মাসিস্ট,ফিজিওথেরাপিস্ট,ডাক্তার, ইত্যাদি তাছাড়া,ড্রাইভিং,ওয়েল্ডিং,হোটেল বয়,ইলেকট্রিশিয়ান এসব পেশারগুলোও চাহিদা রয়েছে দেশটিতে।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে?

আপনি যদি সরকারিভাবে সিঙ্গাপুর যেতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে খরচ গুনতে হবে ৭থেকে ৮ লাখ টাকা।এবং বেসরকারিভাবে যেতে ৯ লাখ টাকা খরচ হবে।তাছাড়া,কাগজপত্র তৈরি করা, এজেন্সি খরচ,ভিসা ক্যাটাগরি সবমিলিয়ে আপনার খরচের পরিমাণ ১২ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

সিঙ্গাপুরের ভিসার দাম কত?

সাধারণত, সিঙ্গাপুর বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রদান করে থাকে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় সিঙ্গাপুর যেতে চান তাহলে ভিসার দাম হবে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকার মত। ফ্যামিলি ভিসায় যেতে চাইলে ভিসার দাম হবে ২ থেকে ৪ লাখ টাকা।ড্রাইভিং ভিসায় যেতে চাইলে ভিসার দাম পড়বে ৪থেকে ৫ লাখ টাকা। এবং আপনি যদি কোম্পানি ভিসায় সেখানে যেতে চান তাহলে তাহলে ভিসার দাম হবে ৫ থেকে ৬ লাখ টাকা।

সিঙ্গাপুরে কোন ভিসা ভালো?

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত এটা জানতে গিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে সিঙ্গাপুরে কোন ভিসা ভালো।সিঙ্গাপুর ভিসার মধ্যে দুটি জনপ্রিয় ভিসা হলো পর্যটক এবং ব্যবসা। তবে আপনার কাছে সিঙ্গাপুর থেকে জারিকৃত কোন নথি থাকলে মনে রাখতে হবে  কূটনৈতিক, অফিসিয়াল এবংসার্ভিস পাসপোর্ট থাকলে সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে ভিসার দরকার হবে না।

সিঙ্গাপুরে সহজে কোন ভিসা পাওয়া যায়

সিঙ্গাপুরের সাধারণত টুরিস্ট ভিসা সহজে পাওয়া যায়। এবং আপনি ACKO এর মাধ্যমে পূর্বের চেয়ে সহজে এবং নিরাপদে এই ভিসাটি পেতে পারেন।

শেষ কথা

উপরিউক্ত, পোস্টটিতে আমি সিঙ্গাপুরে সর্বনিম্ন  বেতন কত,সর্বোচ্চ বেতন কত,কোন কোন কাজের চাহিদা বেশি, সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে,ভিসার দাম কত,কোন ভিসা ভালো,সহজে কোন ভিসা পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করেছি।আশাকরি,পোস্টটি আপনাদের সকলের উপকারে আসবে। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো জানুনঃ

সৌদি আরবে কোন কাজে বেতন বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button