Visa

কানাডা জব ভিসা ২০২৫ (সর্বশেষ আপডেট)

কানাডা জব ভিসা নিয়ে উন্নত জীবন গড়ার লক্ষ্যে দেশটিতে যাওয়ার কথা ভাবছেন? এ তাহলে পোস্টটি আপনাকে সেটা সম্পর্কে  প্রয়োজনীয় তথ্য প্রদান করে দারুন ভাবে সহযোগিতা করবে।

দেশটি বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে পরিচিত যেখানে নানা ধরনের কাজের সুযোগ রয়েছে। প্রতিবছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ উন্নত জীবনযাপনের আশায় দেশটিতে পাড়ি জমান।

দেশটিতে যেতে ইচ্ছুক ব্যক্তিবর্গদের জন্য সেদেশের জব ভিসা সম্পর্কে জেনে রাখা একান্ত প্রয়োজন। যেমন ভিসা খরচ,প্রয়োজনীয় ডকুমেন্টস,বেতন কত ইত্যাদি।

কানাডা জব ভিসা প্রসেসিং

কানাডা জব ভিসা পাওয়ার জন্য এটার প্রসেসিং সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনি নিজে এটা প্রসেসিং করতে পারবেন। Visa processing করার জন্য বাংলাদেশ অনেক Agency বা সংস্থা রয়েছে।

প্রথমে,অনলাইনে Canada job bank লিখে Search করুন। এবার যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে Account খুলে Job search করুন। অনলাইনে Job search করার পর এবার আবেদন প্রক্রিয়া শুরু করুন। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর Company আপনাকে job offer letter প্রদান করবে।

Canada job ভিসা আবেদনের জন্য আপনাকে Visa application from সঠিকভাবে পুরন করতে হবে। আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করার পর আপনি চাইলে সরাসরি দূতাবাসে গিয়ে Canada job visa আবেদন করতে পারবেন।

এরপর এপয়েন্টমেন্ট দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। সাধারণত ইন্টারভিউয়ে অংশগ্রহণের কিছুদিনের মধ্যেই Visa processing result পাওয়া যায়।

কানাডা জব ভিসা পেতে কি কি লাগে?

কানাডা জব বিষয় সম্পর্কে জানার সাথে সাথে এবার দেশটিতে যেতে কি কি লাগে সেটা সম্পর্কে জেনে নেব। সেখানে যাওয়ার যোগ্যতা অর্জনের পর কি কি কাগজপত্র লাগে সেটা সম্পর্কে নিচে তুলে ধরা হলো

  • একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
  •  CANADA VISA APPLICATION FORM
  • MEDICAL REPORT CERTIFICATE
  • IELTS SCORE
  • BANK STATEMENT বা ব্যাংক বিবরণী।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন।
  • ভিসা আবেদন ফি প্রদান করতে হবে।
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতার সনদপত্র।
  • জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র।

কানাডা জব ভিসা খরচ

কানাডা জব ভিসা সম্পর্কে জানার সাথে সাথে জব ভিসার খরচ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। জব ভিসার খরচ সাধারণত মেয়াদের উপর নির্ভর করে। জব ভিসা ১ থেকে ৩ বছর মেয়াদী হয়ে থাকে।

বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে দেশটিতে যেতে  আনুমানিক খরচ হয়ে থাকে ৫ থেকে ১০ লক্ষ টাকা। তবে প্রকৃত খরচের পরিমাণ এর চেয়ে কম হয়ে থাকে।

তবে নিজে নিজে ভিসা প্রসেসিং করলে প্রকৃত খরচের পরিমাণ বুঝে দেশটিতে যাওয়া যায়। এক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের প্রকৃত খরচের পরিমাণ হয়ে থাকে ৫০ হাজার টাকা।

কানাডা বেতন কেমন?

কানাডা জব ভিসা সম্পর্কে জানার সাথে সাথে অনেকের মনে দেশটির বেতন সম্পর্কে জানার আগ্রহ জাগে। সাধারণত,আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে বেতন কাঠামোর তারতম্য হয়ে থাকে।

কানাডার প্রবাসীদের বর্তমান মাসিক বেতনের পরিমাণ ৩ থেকে ৬ লক্ষ টাকা।দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীরা বেতন কম পেয়ে থাকে। তাদের মাসিক বেতনের পরিমাণ ১ থেকে ২ লক্ষ টাকা।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন লাগে?

কানাডা জব ভিসা সম্পর্কে জানাতে গিয়ে এবার দেশটির ওয়ার্ক পারমিট ভিসার সময় সম্পর্কে জানবো।২০২৪ সালের হিসাব মতে Work permit visa processing এর সময়সীমা ৮ থেকে ১০ সপ্তাহ। তবে নির্দিষ্ট পেশা অনুযায়ী আবেদন করলে সময় কম বেশি হতে পারে।

কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে?

কানাডা জব ভিসা সম্পর্কে আলোচনা করতে গিয়ে চলুন এবার দেশটিতে যেতে কাঙ্খিত  ielts স্কোর সম্পর্কে জেনে নেওয়া যাক।

সাধারণত,স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে ielts স্কোর ৬.৫ থাকতে হবে। এবং আপনার উদ্দেশ্যে চাকরি হয়ে থাকলে আবেদন করতে ielts স্কোর থাকতে হবে ৬। টুরিস্ট বা ভ্রমন ভিসার জন্য কোন ielts স্কোর প্রয়োজন হয় না।

কানাডা জব ভিসা সংক্রান্ত FAQ

কানাডায় যেতে কত টাকা লাগে?

সাধারণত,ভিসার  ধরনের উপর ভিত্তি করে খরচের তারতম্য হয়ে থাকে। বিভিন্ন ভিসার আনুমানিক খরচের পরিমাণ নিচে তুলে ধরা হলো।

  • টুরিস্ট বা ভ্রমণ ভিসায় খরচের পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা।
  • স্টুডেন্ট ভিসায় দেশটিতে যেতে খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা।
  • ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসার খরচ প্রায় ১২ লক্ষ টাকা।
  • দেশটির কৃষি ভিসার খরচের পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা।

কানাডায় ভালো বেতনের চাকরি কি ?

সাধারণত,কানাডা দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভালো মানের বেতন প্রদান করে থাকে। সেখানকার ভালো বেতনের চাকরিগুলোর মধ্যে রয়েছে,আইন, প্রকৌশল,স্বাস্থ্যসেবা ইত্যাদি খাতের চাকরি।

কানাডা ভিসা প্রক্রিয়াকরনের সময় কত?

দেশটির ভিসা প্রক্রিয়াকরণের সময় সাধারণত ভিসার ধরনের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। নিচে বিভিন্ন ভিসার প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে তুলে ধরা হলো।

  • ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা প্রক্রিয়াকরণে সময় লাগে প্রায় এক মাস।
  • স্টুডেন্ট ভিসা বা শিক্ষার্থী ভিসা প্রক্রিয়াকরণে সময় লাগে ৬ সপ্তাহ।
  • ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসার সময় লাগে ২ থেকে ৩ মাস।
  • বিজনেস ভিসা প্রক্রিয়াকরনের সময় ১ থেকে ৮ মাস।

কত বছর বয়সে স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?

কানাডা স্টুডেন্ট ভিসা আবেদনকারীকে ১৬ বছর বয়সী হতে হবে। তবে পড়াশোনার খরচ বহন করার জন্য পর্যাপ্ত অর্থ বা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে।

আরো জানুনঃ

বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button