সিঙ্গাপুর ভিসা চেক ২০২৫
সিঙ্গাপুর ভিসা চেক করে এশিয়ার জনপ্রিয় দেশ সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন? তাহলে এ পোস্টটি আপনার জন্য। ভ্রমণ,উন্নত শিক্ষা ব্যবস্থা,ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেকেরই পছন্দের শীর্ষে অবস্থান করছে দেশটি। আপনি প্রথমবার দেশটিতে যাওয়ার কথা ভেবে থাকলে অবশ্যই আপনাকে ভিসা চেক সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে।
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভিসা চেক সম্পর্কে সঠিক ধারণা না থাকায় প্রায়ই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন,অনেক সময় তারা দালাল শ্রেনী বা এজেন্টেদের সহযোগিতায় ভিসা তৈরি করে থাকে এবং প্রতারণার শিকার হয়ে থাকে। অনেকে ভুয়া ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এজন্য,দেশটিতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ভিসা চেক করে নিতে হবে। এ পোস্টটিতে আমি সিঙ্গাপুর ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরব যেমন,পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক,সিঙ্গাপুর যেতে কোন ভিসার খরচ কেমন,দেশটিতে যেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন,বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর ভিসা এম্বাসি,ইত্যাদি সহ যাবতীয় বিষয়। চলুন তাহলে শুরু করা যাক।
পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক করার একটি সহজ উপায় হল পাসপোর্ট নাম্বার দিয়ে দেশটির ভিসা চেক করা। আপনি সিঙ্গাপুর ভিসা হাতে পাওয়ার পর সেটা চেক করে নেওয়া জরুরি কারণ ত্রুটিপূর্ণ ভিসা নিয়ে দেশটিতে গেলে আপনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অনলাইনে কিভাবে Passport number দিয়ে Visa status check করা যায় সে বিষয়টি নিচে বর্ণনা করা হলো।
- প্রথমে,যেকোন একটি browser এ প্রবেশ করুন এবং check work pass লিখে Search করুন।
- প্রথম website টি প্রবেশ করুন।
- আপনার পছন্দমত language select করুন।
- এবার Start option টিতে click করুন।
- এরপর,Date of birth লেখা Box টিতে আপনার জন্ম তারিখ/মাস/বছর এভাবে Type করুন।
- এবং passport number option টি select করে আপনার পাসপোর্ট নাম্বার টি লিখুন।
- শেষ পর্যায়ে submit button option টিতে click করুন।
- এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি সহজেই Singapore visa status check করতে পারবেন।
সিঙ্গাপুর যেতে কোন ভিসার খরচ কেমন ?
সিঙ্গাপুর ভিসা চেক সম্পর্কে জানার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন জাগে দেশটির কোন ভিসার খরচ কেমন এটা সম্পর্কে।এবার আমরা একে একে সে বিষয়টা সম্পর্কে জেনে নিব
স্টুডেন্ট ভিসার খরচ
বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের জন্য স্বপ্নের দেশ সিঙ্গাপুর যাচ্ছেন। আবার তাদের মধ্যে অনেকেই আছেন যারা স্কলারশিপ নিয়েও দেশটিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সাধারণত, স্কলারশিপ নিয়ে দেশটিতে গেলে খরচের পরিমাণ হবে ২ থেকে ৩ লক্ষ টাকা। স্কলারশিপ ছাড়া এজেন্টের সহযোগিতায় ভিসা তৈরি করে দেশটিতে গেলে খরচের পরিমাণ তুলনামূলক বেশি হবে। এক্ষেত্রে,খরচের পরিমাণ হবে ৬ থেকে ৮ লক্ষ টাকা। তাই স্কলারশিপ নিয়ে দেশটিতে যাওয়া প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত।
ওয়ার্ক পারমিট ভিসার খরচ
সিঙ্গাপুরে দক্ষ শ্রমিকদের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক দক্ষ শ্রমিক নিয়ে থাকে সিঙ্গাপুর সরকার। কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে দেশটিতে work permit ভিসা পাওয়া অনেকাংশ সহজ হয়ে যায়। একজন দক্ষ শ্রমিক হিসেবে সিঙ্গাপুর যেতে চাইলে work permit visa একান্ত প্রয়োজন। বর্তমানে এজেন্সির মাধ্যমে work permit visa করতে খরচের পরিমাণ ৫ থেকে ৬ লক্ষ টাকা।
সিঙ্গাপুর টুরিস্ট ভিসার খরচ
ভ্রমণ প্রেমী মানুষদের কাছে সিঙ্গাপুর একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। দেশটিতে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য স্থান গুলো হলো বোটানিক গার্ডেন, চায়না টাউন,জুরং বাটপার্ক,সেন্তোসা আইল্যান্ড ইত্যাদি। সিঙ্গাপুরে ভ্রমন ভিসার আবেদন করতে খরচ হয় ৩০০ ডলার। আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে টুরিস্ট ভিসায় দেশটিতে যেতে খরচ হয় ১.৫ থেকে ২ লক্ষ টাকা।
সিঙ্গাপুর যেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন?
সিঙ্গাপুর ভিসা চেক সম্পর্কে জানার পর এবার জেনে নেব দেশটিতে যাওয়ার জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন সেটা সম্পর্কে। সিঙ্গাপুরে যাওয়ার জন্য যে যে কাগজপত্র প্রয়োজন সেটার বর্ণনা নিচে দেওয়া হল।
- ৬ মাস মেয়াদী একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। এবং পাসপোর্ট এর একটি পাতা ফাঁকা থাকা আবশ্যক।
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- সিঙ্গাপুর ভিসা প্রদান করা অবশ্যক।
- Medical report certificate.
- জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র এগুলো প্রদান করতে হবে।
- সিঙ্গাপুরে পরিচিত কোন ব্যক্তির Invitation letter ইত্যাদি।
বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর এম্বাসি
সিঙ্গাপুর ভিসা চেক সম্পর্কে জানার সাথে সাথে অনেকে বাংলাদেশে অবস্থিত দেশটির অ্যাম্বাসি কোথায় সেটা সম্পর্কে জানতে চান। এবার আমরা সে বিষয়টি সম্পর্কে জেনে নিব। বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর এম্বেসি হলো।
Ventura Avenue, 5th floor
8\B Gulshan Avenue,(Bir Uttam Mir Showkat Sharak) 1212 Dhaka Bangladesh
Phone :+880 -298-80404
+880-298-80337
Fax:+880- 298 -83666
Email:singcon_dha@sgmfa.gov.sg
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি সিঙ্গাপুর ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা সকলেই উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ
সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।