ইতালি ভিসা চেক করে উন্নত দেশ ইতালিতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে এ পোস্টটি আপনার জন্য। তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি ঘরে বসেই দেশটির ভিসা চেক করতে পারবেন।
আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি সহজেই কাজটি করতে পারবেন। ভিসাcheck করার মাধ্যমে আসল নাকি নকল সেটার সত্যতা সহজেই যাচাই করা যায়।
ইতালি ভিসা চেক না করে দেশটিতে গেলে এবং ভিসা ত্রুটিজনিত কারণে ফিরে আসলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। এজন্য,ভিসা চেক করে দেশটিতে যাওয়া একান্ত জরুরী। বাংলাদেশ থেকে অনেকেই যেতে চান কিন্তু তারা জানেন না কিভাবে ভিসা চেক করতে
হয়। এ পোস্টটিতে আমি ইতালি ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরবো। যেমন,পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক,ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় তথ্য,ভিসার তথ্য যাচাই করার উপায়, ভিসার খরচ কত,ভিসা পেতে কতদিন সময় লাগে,বাংলাদেশে অবস্থিত ইতালি এম্বাসি কোথায়,সহ যাবতীয় বিষয়। চলুন তাহলে শুরু করা যাক।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক
আপনি ঘরে বসে সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার জন্য প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
এবার,পেজটির ডান দিকের Track your application নিচে Track now button টিতে click করুন।
এর পর track your visa application status online এ ক্লিক করুন। নীচের পেজের মত একটি পেজ দেখতে পাবেন।
এই Page এ Reference number ও Last name সঠিক ভাবে লিখুন।
এবার ক্যাবচা পূরণ করুন।
সব তথ্য দেয়ার পর Submit বাটনে ক্লিক করুন ।
ভিসার তথ্য যাচাই করার উপায়
ইতালি ভিসা চেক করার সাথে সাথে সেটার তথ্য যাচাই করা দরকার। এবার সেটা যাচাই করে নিব। Submit button টিতে click করার পর এখানে আপনার visa সংক্রান্ত সকল তথ্য প্রদর্শিত হবে। আপনার ভিসা Processing অবস্থায় থাকলে নিচের ছবির মতো Page স্ক্রিনে প্রদর্শিত হবে।
প্রথম লাইনেই Your application is still under processing at the Embassy of Italy এটি লেখা দেখতে পাবেন, যার অর্থ বোঝায় আপনার ভিসা আবেদন এখনো ইতালির ভিসা এম্বাসিতে প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই আপনার ভিসার সমস্ত আপডেট আপনাকে inform করা হবে।
ইতালি ভিসার খরচ কত?
ইতালি ভিসা চেক সম্পর্কে জানার সাথে সাথে দেশটির ভিসার খরচ কত সেটা জানা একান্ত প্রয়োজন। আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি যেতে চাইলে খরচের পরিমাণ হবে ৮ থেকে ১৪ লক্ষ টাকা। তাছাড়া, আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে ইতালি যাচ্ছেন সেটার উপরেও খরচের পরিমাণ নির্ভর করে।
ভিসা পেতে কতদিন সময় লাগে?
ইতালির ভিসা পেতে কতদিন সময় লাগে এ প্রশ্নটির উত্তর অনেকেই জানতে চান।ইতালি ভিসার আবেদনের শুরুতে আপনাকে work permit বা নুলস্কার আবেদন করতে হয়। এটার আবেদনের পর কার্যকর হতে ১ মাস থেকে ৯০ দিন সময় লাগে। ধরা যাক, এটা ২ মাসের মধ্যে কার্যকর হয়ে গেল। এবার,VFS GLOBAL APPOINTMENT নিতে সময় লাগবে ১ মাস। তারপর,আপনি আবেদন করার পর ১ সপ্তাহ থেকে ১ এক মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাওয়ার কথা। আপনার কাগজপত্র ঠিক থাকলে মোটামুটি চার মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন।
বাংলাদেশে অবস্থিত ইতালির এম্বাসি
ইতালি ভিসা চেক সম্পর্কে জানার পর জেনে নেব বাংলাদেশে অবস্থিত দেশটির এম্বাসি কোথায়। ইতালি এম্বাসি ঢাকার ঠিকানাটি হলো।
Plot number 2\3,road number 74 gulshan,p.o box 6062,dhaka 1212
Email:visit.dhaka@esteri.it
Fax:88 02 882 2575
Phone number:88 02 882 2781
Website:www.ambdhaka.esteri.it
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি ইতালি ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট থেকে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।
আরও জানুনঃ