ইন্ডিয়ান ভিসা চেক ২০২৫

ইন্ডিয়ান ভিসা চেক নিয়ে চিন্তিত? তাহলে এ পোস্টটি ভিসা চেক সম্পর্কে তথ্য প্রদান করে আপনাকে দারুনভাবে সহযোগিতা করবে। প্রতিদিন বাংলাদেশের অসংখ্য মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশী এ দেশটিতে যেয়ে থাকে যেমন,পড়াশোনা,ভ্রমণ,চিকিৎসা এবং কাজের জন্য। অন্যান্য দেশের মতো দেশটিতে যাওয়ার জন্য ভিসা করা একান্ত প্রয়োজন। কিন্তু আপনার ভিসার কাজ সমাপ্ত হওয়ার পর সেটা আসল নাকি নকল চেক করে নেওয়া অবশ্যক।

অনেকে দালাল বা এজেন্সীর সহযোগিতায় visa processing করে থাকে এবং অনেক সময় প্রতারণার শিকার হয়। এ পোস্টটিতে আমি ইন্ডিয়ান ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক।

ইন্ডিয়ান ভিসা চেক করার উপায়

আপনি ঘরে বসে সহজেই আপনার হাতে থাকা মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। নিচে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথমত,Google chrome ব্রাউজার থেকে ivacbd.com লিংটিতে প্রবেশ করুন।

দ্বিতীয়ত,Track your application option টিতে Click করুন।

তৃতীয়ত, Regular visa application Type টিতে Click করলে নিচের মত একটি পেজ দেখতে পাবেন।

ইন্ডিয়ান ভিসা চেক 2 (1)

চতুর্থঃ Web file Number ও please type below code অর্থাৎ Captcha code পূরণ করে Submit button টিতে Click করলে আপনার visa application status অর্থাৎ সকল তথ্য দেখতে পাবেন।

ইন্ডিয়ান ভিসা চেক করার প্রয়োজনীয় কাগজপত্র

ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য যে সকল বৈধ কাগজপত্র প্রয়োজন সেগুলোর বর্ণনা নিচে প্রদান করা হলো।

  • ছয় মাস মেয়াদী একটি একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
  • Online visa application form
  • Online payment slip
  • ২/২ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।
  • National ID card বা জাতীয় পরিচয়পত্র।
  • Bank statement
  • পেশাগত প্রমাণপত্র NOC প্রয়োজন।
  • ID card/Visiting card
  • ইউটিলিটি বিলের কপি থাকতে হবে(বিদ্যুৎ\পানি\গ্যাস ইত্যাদি)
  • সর্বশেষ ভিসা ডকুমেন্ট সাথে থাকতে হবে(পূর্বে ভারত ভ্রমণ করে থাকলে সেটার ডকুমেন্ট)

ইন্ডিয়ান ভিসা কেন চেক করবেন?

ইন্ডিয়ান ভিসা কেন চেক করতে হবে এ প্রশ্নটি অনেকের।  আমরা জানি,Official website এবং Passport number এই দুইটি উপায়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যায়। নিচে ইন্ডিয়ান ভিসা চেক করা এত কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আলোচনা করা হলো।

  • আপনার  ভিসা অনুমোদনের বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।
  • Visa processing এর বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন।
  • ভিসাগত কোন সমস্যা থাকলে সেটা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
  • আপনার ভিসা অনুমোদন হতে কতদিন সময় লাগবে সেটা সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন।

ভিসা অনুমোদন হয়েছে কিনা বোঝার উপায়

ইন্ডিয়ান ভিসা চেক করার পাশাপাশি ভিসাটি অনুমোদন হয়েছে কিনা সেটা বুঝতে পারা অতি গুরুত্বপূর্ণ। সাধারণত,visa application status অনলাইনে Tracking এর মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন। আপনি ভিসা আবেদন কেন্দ্রের website এ visit করে passport number অথবা  web file number দিয়ে status check করে দেখতে পারেন। আপনার ভিসাটি যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে status এ Granted অথবা Issued লেখাটি দেখতে পাবেন।

ভিসা প্রসেসিং ফি

ইন্ডিয়ান ভিসা চেক করার সাথে সাথে অনেকে ভিসা প্রসেসিং ফি সম্পর্কে জানতে চান।Indian visa processing fee ৮০০ টাকা। আপনি চাইলে Bkash,Rocket,Nagad অথবা Bank card এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

ভিসা পেতে কত দিন সময় লাগে?

ইন্ডিয়ান ভিসা পাওয়ার সময় সাধারণত ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। Visa processing হতে ৫ কার্য দিবস বা ২০ থেকে ২৫ দিন সময় লাগে।

ভিসা সেন্টারে সাপ্তাহিক ছুটির তালিকা

Indian visa centre এর সাপ্তাহিক ছুটির তালিকাগুলো নিচে বর্ণনা করা হলো।

  • হোলি।
  • রাম নবমী ৩০ মার্চ।
  • স্টার সানডে।
  • গণতন্ত্র দিবস-২৬ জানুয়ারী।
  • ঈদ-উল-ফিতর।
  • ঈদ-উল-আযহা।
  • বাংলাদেশ স্বাধীনতা দিবস-২৬মার্চ।
  • দশেরা।
  • দিওয়ালি।
  • মহাত্মা গান্ধীর জন্মদিন-২অক্টোবর।
  • ঈদে মিলাদুন্নবী।
  • জন্মাষ্টমী।
  • ১০ই মুহররম।
  • মহাবীর জয়ন্তী।
  • গুরু নানকের জন্মদিন।
  • বড়দিন-২৫ ডিসেম্বর।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি ইন্ডিয়ান ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি,পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন।এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com  এর সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

সৌদি ভিসা চেক সহজ নিয়মে

Leave a Comment