দুবাই ভিসা চেক করে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ দুবাই যেতে চান? তাহলে এ পোস্টটি আপনার জন্য। দেশটিকে পৃথিবীর স্বর্ণরাজ্য বলা হয়,এবং বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার, হাজার,মানুষ কাজের সন্ধানে সেখানে ছুটে যান,কিন্তু বৈধ ভিসা ছাড়া সেখানে পৌঁছানো একেবারেই অসম্ভব। বর্তমানে অনেকেই বিভিন্ন এজেন্সির সহযোগিতায় সেখানে যেতে চান এবং অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকেন।
তাই,এজেন্সির সহযোগিতায় ভিসা করে থাকলে সেটা চেক করে নেওয়া একান্ত জরুরি। Visa check না করে গেলে এবং সেখান থেকে ফিরে আসলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে দুবাই ভিসা চেক করতে হয়।
আজকের এ পোস্টটিতে আমি দুবাই ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দর ভাবে তুলে ধরবো যেমন, দুবাই ভিসা চেক করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন,পাসপোর্ট এর মাধ্যমে দুবাই ভিসা চেক,দুবাই ভিসার দাম কত,ওয়ার্ক পারমিট ভিসা যাচাই করার উপায়,বাংলাদেশে অবস্থিত দুবাই এম্বাসি,ইত্যাদি সহ যাবতীয় বিষয়।
ভিসা চেক করার জন্য যে ডকুমেন্টস প্রয়োজন
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো হলো।
- Passport number
- পাসপোর্ট এর মেয়াদ।
- ভিসার ধরন অর্থাৎ কোন প্রকারের ভিসা সেটা উল্লেখ করতে হবে।
- Country name অর্থাৎ দেশের নাম।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করা যায়।
প্রথমে smartservices.icp.gov.ae এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
Website টিতে প্রবেশ করার পর সর্বপ্রথম public service option টিতে click করুন।
এবার ডান দিকের File validity button টিতে click করুন।
তারপর,Passport information ও visa option টিতে click করুন।
এবার নিচের খালিঘর দুটিতে passport number ও passport এর মেয়াদ লিখুন।
Country name select করুন।
এরপর,Captcha code টি পূরণ করে search button টিতে click করুন।
আপনার ভিসার সমস্ত Information দেখতে পাবেন।
দুবাই ভিসার দাম কত?
এবার জেনে নিব দুবাই ভিসার দাম কত সেটা সম্পর্কে। সাধারণত,দেশটির ভিসার দাম কত সেটা ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে।
ভিসার দাম ৩ লাখ টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা। আপনি যদি সরকারিভাবে অল্প খরচে দুবাই যেতে চান তাহলে খরচের পরিমাণ হবে ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৬ লাখ টাকা।
তবে,এজেন্সির কোন কর্মকর্তার সাথে পরিচিত বা সুসম্পর্ক থাকলে ৪ লাখ ৫০ হাজার বা ৫ লাখ ৫০,০০০ হাজার টাকায় দুবাই ভিসা পাওয়া যায়।
দুবাই ওয়ার্ক পারমিট ভিসা যাচাই করার উপায়
অনেকে দেশটির ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। ওয়ার্ক পারমিট ভিসা চেক করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে।
প্রথমে,www.gdrfad.gov.ae/en এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
এবার,services tab এ click করে visa inquiry নির্বাচন করুন।
আবেদনকৃত আইডি,passport number অথবা এমিরেট্স আইডি নাম্বার থাকলে সেটা প্রদান করুন।
Search button এ click করুন।
এখন আপনার visa status, বৈধতা এবং অন্যান্য information গুলো সেখানে প্রদর্শিত হবে।
দুবাই কাজের ভিসা পেতে কতদিন সময় লাগে?
অনেকে দুবাই ভিসা পেতে কতদিন সময় লাগে সে সম্পর্কে জানতে চান। সাধারণত,work permit ভিসার আবেদনের পর সমস্ত কাগজপত্র সঠিক হলে ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ভিসা পাওয়া যায়।
বাংলাদেশে অবস্থিত দুবাই এম্বাসি
House no.191,Road no 69,Gulshan no.2,Dhaka 1212,Bangladesh
Phone :+880- 2-9843325,
+880 2-8884523,9843326
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি দুবাই ভিসা চেক সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা সকলেই উপকৃত হবেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ