ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ ২০২৫
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ সে বিষয়টা সম্পর্কে জানার উপায় খুঁজছেন? তাহলে এ পোস্টটি আপনাকে সে বিষয়টা সম্পর্কে ধারণা দিতে দারুন ভাবে সহায়তা করবে। বর্তমানে ইউরোপে নাগরিকত্ব পাওয়া স্বপ্নের মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ,আপনি ইউরোপের নাগরিকত্ব পেয়ে গেলে ইউরোপের সেনজেনভুক্ত ২৭ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ পেয়ে যাবেন।নানা ধরনের সুযোগে সুবিধার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলো মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে।
ইউরোপের দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া একটু কঠিন ব্যাপার হলেও কিছু কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া তুলনামূলকভাবে সহজ।এ পোস্টটিতে আমি ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ সে বিষয়টা সুন্দর ভাবে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক।
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এ প্রশ্নটি সম্পর্কে জানতে চাওয়া মানুষের সংখ্যা কম নয়। নিচে ইউরোপের কোন কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় সে রকম কয়েকটি দেশের নাম তুলে ধরা হলো।
পর্তুগালে নাগরিকত্ব
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এটা সম্পর্কে জানাতে গিয়ে শুরুতেই জানাবো পর্তুগালে নাগরিকত্ব সম্পর্কে।দেশটি দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটির উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে স্পেন এবং দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর।
পর্তুগালের রাজধানীর নাম লিসবন এবং মুদ্রার নাম ইউরো। দেশটির আয়তন প্রায় ৯২,২১২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে ১০ মিলিয়ন। দেশটির প্রধান ধর্মের নাম রোমান ক্যাথলিক।
পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। বর্তমানে দেশটিতে দীর্ঘমেয়াদি বসবাসের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিতে কঠোরতা আরোপ করা হয়েছে। বসবাসের শর্ত ৫ বছর থেকে বর্তমানে ১০ বছর করা হচ্ছে। দেশটির নাগরিকত্ব অর্জনের প্রধান প্রধান উপায় গুলো সম্পর্কে নিচে তুলে ধরা হলো।
- দীর্ঘমেয়াদি বসবাসের মাধ্যমে।
- জন্মসূত্রে।
- বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে।
- বিনিয়োগের মাধ্যমে।
- Naturalization বা সাধারণীকরণের মাধ্যমে।
আয়ারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার উপায়
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ সেটা সম্পর্কে জানার সাথে সাথে এবার জানবো ইউরোপের অন্য একটি দেশ আয়ারল্যান্ডের নাগরিকত্ব সম্পর্কে। এটি উত্তর পশ্চিম ইউরোপের একটি দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিং। দেশটি ৭০,২৭৩ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি দেশ। দেশটিতে প্রায় ৫ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। সেখানকার মুদ্রার নাম ইউরো। দেশটির প্রধান ধর্মের নাম ক্যাথলিক খ্রীষ্টান।
আয়ারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অনেকের। দেশটিতে নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো উপায় রয়েছে। নিচে সে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হলো।
- Citizenship by birth বা জন্মসূত্রে নাগরিকত্ব।
- Citizenship by marriage বা বৈবাহিক সূত্রে নাগরিকত্ব।
- প্রাকৃতিকীকরণ (Naturalization) এর মাধ্যমে নাগরিক।
ইতালিতে নাগরিকত্ব
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ সে বিষয়টা জানার সাথে সাথে অনেকে উন্নত দেশ ইতালির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে থাকেন। এটি দক্ষিণ ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। তাছাড়া, দেশটি প্রাকৃতিক সৌন্দর্য,সংগীত,খাদ্য,ইত্যাদির জন্য বিখ্যাত।
ইতালির রাজধানীর নাম রোম এবং মুদ্রার নাম ইউরো। দেশটির আয়তন প্রায় ৩,০১,৩৪০ বর্গ কিলোমিটার। এটি ৬০ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ। দেশটির প্রধান ধর্মের নাম রোমান ক্যাথলিক।
ইতালিতে নাগরিকত্ব লাভের ইচ্ছা অনেকের। দেশটিতে নাগরিকত্ব পেতে হলে সেখানে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হয়। জন্মগতভাবেও দেশটিতে নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে। তাছাড়া,নাগরিকত্ব লাভের মূল পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে,
- বৈধভাবে বসবাস করা।
- বংশগতি।
- আইনি পরিবর্তন। ইত্যাদি।
জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায়
Germany মধ্য ইউরোপের একটি প্রভাবশালী এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত। দেশটি তার শক্তিশালী অর্থনীতি, সংস্কৃতিক বৈচিত্র্যতা এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত।তাছাড়া,দেশটি প্রধান শিল্পোন্নত দেশ হিসেবে সারা বিশ্বে প্রসিদ্ধ।
জার্মানির রাজধানীর নাম বার্লিন এবং মুদ্রার নাম ইউরো। দেশটির আয়তন প্রায় ৩,৫৭,৩৮৬ বর্গ কিলোমিটার। ৮৩ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট দেশটির প্রধান ধর্ম খ্রিষ্টান(Protestant and Catholic)। জার্মানিতে নাগরিকত্ব লাভের উপায় গুলোর মধ্যে রয়েছে,
- Citizenship by marriage
- Citizenship by birth
- Naturalization.etc.
স্পেনে নাগরিকত্ব
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এটা সম্পর্কে জানাতে গিয়ে এবার জানাবো উন্নত দেশ স্পেনের নাগরিকত্ব সম্পর্কে। Spain দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি সমৃদ্ধশালী এবং ঐতিহাসিক দেশ হিসেবে পরিচিত। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত একটি দেশ। তাছাড়া দেশটি বৈচিত্রময় সংস্কৃতি,ভাষা এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশ হিসেবে সারা বিশ্বে সুপ্রসিদ্ধ।
স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ এবং মুদ্রার নাম ইউরো। দেশটির আয়তন প্রায় ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার। এটি ৪৭ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ। দেশটিতে স্পেনীয় ভাষা ছাড়াও কাতালান,বাস্ক,গালিশিয়ান ইত্যাদি ভাষার প্রচলন রয়েছে। স্পেনে জন্মসূত্রে, বিবাহ সূত্রে এবং সাধারণীকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে।
সুইডেনে নাগরিকত্ব পাওয়ার উপায়
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এটা জানার সাথে সাথে এবার সুইডেনের নাগরিকত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। সুইডেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র হিসেবে পরিচিত।দেশটি মনোমুগ্ধকর এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশেষ সুখ্যাতি অর্জন করেছে। সুইডেনের রাজধানীর নাম স্টকহোম এবং মুদ্রার নাম সুইডিস ক্রোনা যেটার অর্থ Crownবা মুকুট। দেশটির আয়তন ৪,৫০,২৯ বর্গ কিলোমিটার। এটি ৯৫ হাজার জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ।
সুইডেনে নাগরিকত্ব লাভের জন্য দেশটিতে কমপক্ষে ৫ বছর বৈধভাবে বসবাস করতে হয়। তবে,নতুন নিয়মে ৮ বছর প্রস্তাব করা হয়েছে। সুইডেনে নাগরিকত্ব লাভের অনেকগুলো ধাপ রয়েছে সেগুলোর মধ্য থেকে প্রধান প্রধান ধাপগুলো নিচে তুলে ধরা হলো।
- Legal residence বা বৈধভাবে বসবাস করা।
- Language and values test বা ভাষা ও মূল্যবোধ পরীক্ষা।
- Permanent residency বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া।
- আবেদন প্রক্রিয়া।ইত্যাদি।
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি ইউরোপের কোন কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ সে বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ
ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে নিন।