Visa

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ২০২৫

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন নিয়ে চিন্তিত? তাহলে এ পোস্টটি দেশটির কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সহ যাবতীয় বিষয় সম্পর্কে তথ্য প্রদান করে আপনাকে চিন্তামুক্ত থাকতে দারুনভাবে সহযোগিতা করবে। অস্ট্রেলিয়া বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি যেখানে রয়েছে নানা ধরনের কাজের সুযোগ সুবিধা।

প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ কাজের জন্য দেশটিকে তাদের উল্লেখযোগ্য গন্তব্য হিসেবে বিবেচনা করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই কাজের জন্য ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া যেতে আগ্রহী কিন্তু তারা জানেন না কিভাবে কাজের ভিসার আবেদন করতে হয়।

এ পোস্টটিতে আমি অস্ট্রেলিয়া কাজের ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দর ভাবে তুলে ধরবো। আশা করি, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পোস্টটি পড়লে আপনারা কাজের ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় জেনে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক।

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদনের নিয়ম

বর্তমানে  অনলাইনের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই অস্ট্রেলিয়া কাজের ভিসার আবেদন করা যায়। অনলাইনে দেশটির কাজের ভিসার আবেদনের নিয়মাবলী নিচে সুন্দরভাবে তুলে ধরা হলো।

অস্ট্রেলিয়া কাজের ভিসার আবেদনের জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করুন।

আপনি যে ধরনের কাজের জন্য অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক সেই কাজের উপরে Click করুন।

খুব সহজে অস্ট্রেলিয়া কাজের ভিসা সংগ্রহের জন্য Temporary work visa আবেদন করুন।

Temporary work visa এটিতে প্রবেশ করুন এবং নির্দিষ্ট সকল Information এবং Documents upload করে আবেদন করে নিন।

এভাবে ওয়েব সাইটের চাওয়া অনুযায়ী ডকুমেন্টসগুলো প্রদান করে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদনের কাজটি সম্পন্ন করে নিন।

অস্ট্রেলিয়া কাজের ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলোর তালিকা নিচে প্রদানকরা হলো।

  • ভিসা আবেদন ফর্ম।
  • ছয় মাস মেয়াদি একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট এবং এতে তিনটি পৃষ্ঠা অবশ্যই ফাঁকা থাকতে হবে।
  • National ID Card বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট।
  • Medical report
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট।
  • ইংরেজি ভাষার উপর দক্ষতার সনদপত্র।
  • IELTS SCORE ন্যূনতম ৫.৫ হতে হবে।
  • সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি।
  • Skill certificate বা দক্ষতার সনদপত্র(যদি প্রয়োজন হয়)
  • নিয়োগকর্তার অফার লেটার থাকতে হবে।

কোন কোন কাজের ভিসা রয়েছে?

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার পাশাপাশি দেশটিতে কোন কোন কাজের ভিসা রয়েছে সেটা সম্পর্কে জানা একান্ত জরুরী। নিচে দেশটির কাজের ভিসার তালিকা প্রদান করা হলো।

  • Construction
  • ড্রাইভিং ভিসা
  • Agriculture
  • কাঠমিস্ত্রির কাজ
  • ওয়েল্ডিং
  • ক্লিনার
  • হোটেল বা রেস্টুরেন্ট
  • Plumber
  • Airport cleaner
  • মেকানিকাল কাজ
  • আইটি ম্যানেজার।ইত্যাদি।

অস্ট্রেলিয়া কাজের ভিসা কত টাকা লাগে?

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন সম্পর্কে জানার সাথে সাথে এবার জেনে নেব কাজের ভিসায়  দেশটিতে যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে। সাধারণত,অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। নিচে অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচের বিষয়টি তুলে ধরা হলো।

বাংলাদেশ থেকে কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে খরচের পরিমাণ ২ থেকে ৫ লক্ষ টাকা।

দালালের মাধ্যমে কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে খরচ গুনতে হবে ৬ লক্ষ টাকা বা তার অধিক।এজেন্সির সহযোগিতায় অস্ট্রেলিয়ায় যেতে খরচ হবে ৩ থেকে ৫ লক্ষ টাকা।

সুতরাং,বাংলাদেশ থেকে work permit বা কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আপনাকে মোট খরচ করতে হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা।

কোন  কাজের  চাহিদা বেশি?

অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি সেটা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। প্রতিবছর বাংলাদেশসহ  বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ দেশটিতে কাজের  সন্ধানে ছুটে যান। কারণ সেখানে কাজের চাহিদা অনেক বেশি। নিচে অস্ট্রেলিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি সেটা সম্পর্কে আলোচনা করা হলো।

  • কৃষি কাজ
  • Quality manager
  • ড্রাইভার
  • Construction
  • ইলেকট্রিশিয়ান
  • পরিচ্ছন্নতা
  • ওয়েব ডিজাইনের কাজ
  • হোটেল বয়
  • মেকানিকাল
  •  ফুড প্যাকেজিং

এছাড়াও অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু পালনের কাজ,লেবার,Verticulture ইত্যাদি।

বাংলাদেশিরা যে সকল কাজ করতে পারে?

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদনের সাথে সাথে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশিরা দেশটিতে গিয়ে কোন ধরনের কাজ করতে পারে সেটা সম্পর্কে। অস্ট্রেলিয়াতে বাংলাদেশিরা সচরাচর যে কাজগুলো করে থাকে সেগুলোর নাম নিচে উল্লেখ করা হলো।

  • সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে পারে।
  • কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে পারে।
  • IT sector এ কাজ করতে পারে।
  • কৃষি কাজ করার সুযোগ পেতে পারে।
  • হোটেল বা রেস্টুরেন্টে কাজ করতে পারে।
  • Cleaning এর কাজ করতে পারে।
  • Electrician হিসেবে কাজ করতে পারে।

শেষকথা

উপরিউক্ত পোস্টটিতে আমি অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। আশাকরি,পোস্টটি পড়ে আপনারা সকলেই উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।

আরো জানুনঃ

Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button