IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এ প্রশ্ন অনেকের। অনেকে এটাও ভেবে থাকেন যে IELTS ছাড়া ইউরোপের কোন দেশে যাওয়া সম্ভব নয়। তবে এটা সত্য যে,ইউরোপের এমন কিছু দেশ রয়েছে যেখানে আপনি IELTS ছাড়াই যেতে পারবেন। আপনি যদি IELTS ছাড়া ইউরোপের কোন দেশে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এ পোস্টটি আপনার জন্য।
এই পোস্টটিতে আপনি ইউরোপের ওই সকল দেশের কথা জানতে পারবেন যেখানে আপনি, IELTS ছাড়া যেতে পারবেন। তাছাড়া, পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন IELTS কি?MOI কি? IELTS করার সুবিধা কি? IELTS করে কোন কোন দেশে যাওয়া যায়। MOI দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়।সর্বোপরি, পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন IELTS ছাড়া ইউরোপের কোন দেশগুলোতে যেতে পারবেন সেটা সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক।
IELTS কি?
IELTS এর পূর্ণরূপ হলো International English Language Testing System যেটার বাংলা অর্থ করলে হয় আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার পরীক্ষা হল IELTS.অর্থাৎ আমরা এটার সংজ্ঞা এভাবে দিতে পারি যে, IELTS হল ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষার নাম। মূলত, এটি তাদের জন্য যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসা করতে আগ্রহী এবং বিদেশ যাওয়ার পূর্বেই এটা তাদের প্রয়োজন।
MOI কি?
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটা জানার পূর্বে আমরা MOI সম্পর্কে জেনে নিব। MOI এর পূর্ণরূপ হল Medium of instruction। এটা হল এক ধরনের ভাষাগত দক্ষতার সনদপত্র। আপনি সর্বশেষ পড়াশোনা যে ইংরেজি মাধ্যমে করেছিলেন এই সনদটি তার প্রমাণ দিয়ে থাকে। IELTS এর মতো দক্ষতা প্রমাণের পরীক্ষায় যারা কাঙ্খিত স্কোর করতে ব্যর্থ হয়, তাদের জন্য MOI সুযোগের দরজা খুলে দিতে পারে।
Ielts করার সুবিধা কি?
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশগুলোতে যাওয়া যায় এটা জানার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন জাগে এটা করার সুবিধা কি? আসলে,IELTS এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে আপনি ইংরেজি ভাষার দক্ষতাকে বহুগুন বাড়িয়ে তুলতে পারবেন। ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা স্কলারশিপ পাওয়ার জন্য IELTS এর ভূমিকা অপরিসীম। ইংরেজি ভাষাভাষী দেশে যাওয়ার ক্ষেত্রে IELTS স্কোর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া, IELTS কোর্স করার সাথে সাথে আপনি বিশ্বের ইংরেজি ভাষাভাষী দেশ গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন।
Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়
IELTS ছাড়া ইউরোপের যে দেশগুলোতে যাওয়া যায় সেগুলোর নাম নিচে দেওয়া হল।
- সার্বিয়া
- ক্রোয়েশিয়া
- বুলগেরিয়া
- পর্তুগাল
- রোমানিয়া
- গ্রিস
- জার্মানি
- ইতালি
- মালটা
- বেলজিয়াম
- হাঙ্গেরি
- ফ্রান্স
- পোল্যান্ড
Ielts করে কোন কোন দেশে যাওয়া যায়
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটা জানার পর, এবার আমরা জানবো IELTS করে কোন দেশে যাওয়া যায়। IELTS করে যে দেশগুলোতে যাওয়া যায় সেগুলোর নাম নিচে দেওয়া হল।
- চীন
- জার্মানি
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- মেক্সিকো
- মালয়েশিয়া
- ডেনমার্ক
- যুক্তরাষ্ট্র
- জাপান
- অস্ট্রেলিয়া
- কোস্টারিকা
- ব্রাজিল
- হংকং
- পর্তুগাল
- সাউথ আফ্রিকা ইত্যাদি।
এগুলো ছাড়াও ইউরোপের আরো অনেক দেশ রয়েছে যেখানে IELTS এর মাধ্যমে যাওয়া সম্ভব। জেনে রাখা ভালো যে, ১৪০ টিরও বেশি দেশে IELTS এর মাধ্যমে যাওয়া যায়।
MOI দিয়ে যেসব দেশে যাওয়া যায়
MOI দিয়ে যে দেশগুলোতে যাওয়া যায় সেগুলোর নাম নিচে দেওয়া হল।
- বেলজিয়াম
- পোল্যান্ড
- নরওয়ে
- পর্তুগাল
- এমনকি ইউকে এর মত দেশেও আবেদন করা যায়।
1.IELTS ছাড়া কি জার্মানিতে পড়াশোনা করা যায়?
উত্তরঃ জার্মানিতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে IELTS ছাড়াই ভর্তির সুযোগ প্রদান করে থাকে। তবে এসব ইউনিভার্সিটিতে IELTS এর বিকল্প পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার ভাষাগত দক্ষতা কেমন সেটা জানার জন্য তারা এ ধরনের পরীক্ষা নিয়ে থাকে।
2.কম খরচে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?
উত্তরঃ কম খরচে আপনি ইউরোপের যে দেশগুলোতে যেতে পারবেন সেগুলো হলো, সুইজারল্যান্ড, ফ্রান্স, মালটা, পর্তুগাল, রোমানিয়া, নেদারল্যান্ড ইত্যাদি। সাধারণত ৭ থেকে ১০ লাখ টাকায় আপনি এসব দেশগুলোতে যেতে পারবেন।
3.ইউরোপে কোন কোন কাজের চাহিদা বেশি?
ইউরোপে যে কাজগুলোর চাহিদা বেশি সেগুলো হলো,পরিচ্ছন্নতাকর্মী, হোটেল রেস্টুরেন্টের কাজ, বিক্রয় কর্মী,ড্রাইভিং, নির্মাণ শ্রমিকের কাজ করা ইত্যাদি।
4.কোন দেশ সর্বনিম্ন IELTS স্কোর গ্রহণ করে?
উত্তরঃ কানাডা,নিউজিল্যান্ড এবং পোল্যান্ড এই তিনটি দেশের বিশ্ববিদ্যালয়ে IELTS এর সর্বনিম্ন স্কোর গ্রহণ করে থাকে। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো মাত্র 5.5 এর IELTS BAND SCORE গ্রহণ করে।
5.কোন দেশে IELTS ছাড়া স্কলারশিপ দেওয়া হয়?
উত্তরঃ জাপানের তোয়োহাসি বিশ্ববিদ্যালয়ে। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি যেটা জাপান কর্তৃক মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য প্রদান করা হয়।
কিভাবে IELTS ছাড়া ইংরেজিতে দক্ষতা প্রমাণ করা যায়?
উত্তরঃTOEFL,PTE,কিংবা SELT এর মতো বিকল্প ইংরেজি ভাষার পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আপনি IELTS ছাড়াই ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে পারবেন।
শেষকথাঃ
উপরের আলোচনায় IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় সে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশাকরি,পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিসা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরো জানুনঃ