ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে নিন।
ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে চাইলে এই পোস্টটি পড়ুন। ইউরোপ মহাদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী এবং সমৃদ্ধ দেশগুলি। ভালো মানের বেতন ও জীবনমান উন্নতকরণের লক্ষ্যে সকলের কাছে পছন্দের শীর্ষে রয়েছে এ দেশটি। ইউরোপ মহাদেশের দেশগুলোতে কাজের সুবিধা পাওয়ার সাথে সাথে ভালো মানের বেতন পাওয়ারও সুযোগ রয়েছে। এ জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে ইউরোপ মহাদেশের দেশগুলোতে যেতে আগ্রহ প্রকাশ করে থাকে।
এখানে যেমন লাখ লাখ টাকা খরচ করে যেতে হয় তেমনি লাখ লাখ টাকা ইনকাম করারও সুযোগ রয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউরোপের কোন কোন দেশে বেতন বেশি সে সম্পর্কে অবগত নয়। পোস্টটিতে আমি ইউরোপের কোন কোন দেশে বেতন বেশি সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো যেমন,সুইজারল্যান্ড,জার্মানি,অস্ট্রিয়া,নরওয়ে,ইত্যাদি। চলুন তাহলে শুরু করা যাক।
সুইজারল্যান্ড বেতন কত?
সুইজারল্যান্ডকে স্বপ্নের দেশ বলা হয়। উন্নত ও সমৃদ্ধ জীবনযাত্রার জন্য ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের অবস্থান পঞ্চম। পরিবেশগত দিক থেকেও ইউরোপের এ দেশটির কোন তুলনা হয় না। দেশটি তার পর্বতমালার জন্য সারা বিশ্বে প্রশংসিত। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও দেশটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় নাম। সুইজারল্যান্ডের প্রাচীন নাম ভেলসেভিয়া। জুরিখ এবং জেনেভা সুইজারল্যান্ডের দুটি বিখ্যাত শহর।
সুইজারল্যান্ডে সর্বোচ্চ বেতন
ইউরোপের কোন দেশে বেতন বেশি সেটা জানার সাথে সাথে মনে প্রশ্ন জাগে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের সর্বোচ্চ বেতন কত? সাধারণত কাজের ভিসার উপর নির্ভর করে সুইজারল্যান্ডের সর্বোচ্চ বেতন ৬ থেকে ৭ লক্ষ টাকা।
সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন
সুইজারল্যান্ডে একজন ফুল টাইম কর্মী হয়ে প্রতিদিন ৮ ঘন্টা সপ্তাহে ৫ দিন এবং মাসে ২০ দিন ডিউটি করলে মাসে বেতন সর্বনিম্ন ৩৭৮০ সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৫,৩৬,০০০ টাকা। তবে একটা বিষয় মনে রাখতে হবে সব টাকা ভোগ করতে পারবেন না, সরকারকে ট্যাক্স দিতে হবে। টাক্স কেটে নেওয়ার পর আপনার একাউন্টে জমা হবে ৩ লক্ষ ৬৫ হাজার থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
সুইজারল্যান্ডের যে কাজের চাহিদা বেশি
ইউরোপের কোন দেশে বেতন বেশি এটা জানার সাথে সাথে এবার আমরা জানবো সুইজারল্যান্ডে যে কাজগুলোর চাহিদা বেশি সেটা সম্পর্কে। যে কাজগুলোর চাহিদা বেশি সেগুলো হল,ওয়েল্ডার, ক্লিনার,হোটেলে ও রেস্টুরেন্ট, ড্রাইভিং,ফার্মাসিস্ট,সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি।
বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে যেতে কত টাকা খরচ
স্বপ্নের দেশে সুইজারল্যান্ডে যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে। বাংলাদেশ থেকে কেউ যদি সুইজারল্যান্ডে যেতে চায় এবং সে যদি নিজে আবেদন করে তাহলে ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হবে। এবং এজেন্সির মাধ্যমে যেতে খরচ হবে ১৫ থেকে ২০ লক্ষ টাকা।
জার্মান বেতন কত?
ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে এবার দেখে নেবো জার্মানির বেতন কত। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পায়িত ও সমৃদ্ধ একটি দেশ। প্রায় ৩,৫৭,০২২ বর্গ কিলোমিটারের এ দেশটিতে কর্মজীবীদের পারিশ্রমিকের হার অনেক বেশি। এজন্য ইউরোপের সমৃদ্ধ এ দেশটিতে যেতে বাংলাদেশের মানুষের আগ্রহ অনেক বেশি। দেশটির রাজধানী বার্লিন এবং মুদ্রার নাম ইউরো। গরলিটজ জার্মানির সবচেয়ে সুন্দর শহর বলে বিবেচিত। তাছাড়া এখানে অনেক দৃষ্টিনন্দন জায়গাও রয়েছে যেমন, রিগেনবার্গ,রুগেন দ্বীপ,হামবার্গ,লেক কনস্টেন্স,লিপজিং ইত্যাদি।
জার্মানির সর্বোচ্চ বেতন
ইউরোপের কোন দেশে বেতন বেশি এটা জানার সাথে সাথে আমাদের দেশের অনেকে জানতে চান জার্মানির সর্বোচ্চ বেতন কত? জার্মানির সর্বোচ্চ বেতন পেশাভেদে সাধারনত বিভিন্ন রকম হয়ে থাকে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।
মেডিকেল এডভাইজার
সাধারণত,মেডিকেল অ্যাডভাইজারের ট্যাক্স বাদে বছরে গড় বেতন ৮৫,৪০০ ইউরো। বাংলাদেশেী টাকায় যেটার পরিমাণ ১১,০৬,৭৮৪০ টাকা। সেই হিসাবে মাসিক সর্বোচ্চ গড় বেতন ৯,২২,০০০ টাকার মত।
ডাক্তার এর বেতন
ডাক্তারদের ট্যাক্স বাদে বছরে গড় বেতন ৪৪,৬০০ ইউরো যেটি বাংলাদেশি টাকায় ৫৭,৮০,০০০ টাকা। সে অনুযায়ী মাসিক সর্বোচ্চ গড় বেতন প্রায় ৪,৮১,৬০০টাকা।
পাইলট এর বেতন
ট্যাক্স বাদে পাইলটদের বছরে গড় বেতন ২৫,০০০ ইউরো। বাংলাদেশেী টাকায় হবে ৩২,৪০,০০০ টাকা। সে ক্ষেত্রে মাসিক গড় বেতন ২,৭০,০০০ টাকা।
জার্মানির সর্বনিম্ন বেতন
ইউরোপের কোন দেশে বেতন বেশি এটা জানার সাথে সাথে এবার জানব জার্মানিতে একজন কর্মীর মাসে সর্বনিম্ন মজুরি কত? জার্মানিতে সর্বনিম্ন মজুরি ঘন্টায় ১২ ইউরো যেটা বাংলাদেশি টাকায় ১৫৫০ টাকা।
জার্মানিতে যে কাজের চাহিদা বেশি
জার্মানিতে যে সকল কাজের চাহিদা বেশি তার মধ্যে রয়েছে ফুড ডেলিভারি ম্যান,বিক্রয় কর্মী, মেকানিক্যাল,ইলেকট্রিশিয়ান,ড্রাইভিং,ক্লিনার,ইত্যাদি।
বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে ইউরোপে যেতে কত টাকা লাগে সেটা জানার সাথে সাথে এবার জেনে নেব আমাদের দেশ বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত টাকা লাগে। আপনি যদি সরকারি ভাবে জার্মানি যেতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তাহলে আপনার খরচ হবে ৭থেকে ৮ লাখ টাকা। বেসরকারিভাবে গেলে খরচ হবে প্রায় ৯ লাখ টাকা।
অস্ট্রিয়া বেতন কত?
ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে এবার জানবো অস্ট্রিয়ার বেতন কত। অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি ছোট দেশ। দেশটির রাজধানী ভিয়েনা আর মুদ্রার নাম ইউরো। অস্ট্রিয়াতে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান আছে। ফেডারেল রাজ্যের সংখ্যা ৯ টি। ভিয়েনা অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর ও রাজধানী। অস্ট্রিয়ার সেরা জায়গা গুলোর মধ্যে রয়েছে বাদ গ্যাস্টেইন,গ্রাজ, ওয়াচাউ,সলসবার্গ ইত্যাদি। অস্ট্রিয়াতে তিন চতুর্থাংশ পর্বতময় এলাকা রয়েছে।
অস্ট্রিয়ার সর্বোচ্চ বেতন
অস্ট্রিয়ার সর্বোচ্চ বেতন পেশাভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।
- ট্যাক্স উপদেষ্টা: অস্ট্রিয়ায় ট্যাক্স উপদেষ্টার বছরে বেতন ৬৪,৯০০ ইউরো বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ
- সফটওয়্যার স্থপতি: অস্ট্রিয়ায় একজন সফটওয়্যার স্থপতির বাৎসরিক বেতন ৭০,২০০ ইউরো।বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ
- অস্ট্রিয়ার একজন কি একাউন্ট ম্যানেজার বা হিসাব রক্ষক বছরে বেতন পেয়ে থাকে ৬৪,৪০০ ইউরো বাংলাদেশী টাকায় যেটার পরিমান
অস্ট্রিয়ার সর্বনিম্ন বেতন
ইউরোপের দেশ অস্ট্রিয়াতে গিয়ে আপনি যে ধরনের কাজই করেন না কেন সর্বনিম্ন বেতন ১৯৫০ ইউরো। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ২লাখ ৫৩,০০০ টাকা। তবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করে যদি আপনি দেশটিতে যেতে পারেন তবে আপনার বেতন হবে ৬৪২৪ ইউরো পর্যন্ত। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ৮ লাখ ৩৩ হাজার টাকার উপরে।
অস্ট্রিয়ায় যে কাজের চাহিদা বেশি
অস্ট্রিয়াতে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে যেমন, পেপারের কাজ, রেস্টুরেন্টের কাজ, ফুড ডেলিভারির কাজ,ইত্যাদি।
বাংলাদেশ থেকে অস্ট্রিয়া যেতে কত টাকা লাগে?
কোন দালাল বা এজেন্সির মাধ্যমে অস্ট্রিয়া যেতে চাইলে আপনাকে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ গুনতে হবে। আপনি খরচের দিকটা বিবেচনা করলে সরকারিভাবে সেখানে যাওয়ার চেষ্টা করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। সেটা না হলে বিশ্বস্ত কোন এজেন্সির সহযোগিতা নিয়ে আপনি ভিসার আবেদন করতে পারেন।
নরওয়ে বেতন কত?
ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে এবার জেনে নেব নরওয়ের বেতন কত। নরওয়ে শান্তির দেশ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত আছে। নিরাপদ জীবন যাপনের জন্য দেশটি অন্য দেশের তুলনায় অনেকেটাই এগিয়ে। তাছাড়া দেশটিতে অপরাধ প্রবণতার মাত্রা কম। এজন্য দেশটি সবার কাছে আতি প্রিয় দেশ। নরওয়ের রাজধানী অসলো এবং টাকার নাম ক্রোন। নরওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ।
নরওয়ের সর্বোচ্চ বেতন
নরওয়েতে বিভিন্ন কাজের উপর ভিত্তি করে বেতনের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। নিচে সর্বোচ্চ বেতনের সে কাজগুলো সম্পর্কে আলোচনা করা হলো।
তেল ও গ্যাস সেক্টর
তেল ও গ্যাস নিয়ে যারা এখানে কাজ করেন তাদের ভালো ইনকাম করার সুযোগ রয়েছে।এখানে বেতন ঘন্টায় ৬২০ নক বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ঘন্টায় ৬,৭০০ টাকা। সব মিলিয়ে বাংলাদেশে টাকায় গড় বেতন পাঁচ লাখ টাকা।
ফিসিং এন্ড এগ্রিকালচার জব
যারা ফিসিং এন্ড এগ্রিকালচার জবের সাথে জড়িত তাদের ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। এই সেক্টরে গড় বেতন ৩১০০০ নক। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ৩ লক্ষ ৪০ হাজার টাকার কাছাকাছি।
টেম্পার ইন্ডাস্ট্রি
টেম্বার ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা এখানে কাঠমিস্ত্রির কাজ করেন তারা মোটামুটি ভালো মানের ইনকাম করতে পারেন। এখানে গড়বেতন ১৫০০০ নক। বাংলাদেশেী টাকায় যেটার পরিমাণ ১ লক্ষ ৬৫ হাজার টাকা।
নরওয়ের সর্বনিম্ন বেতন
টেক প্রফিট অর্গানাইজেশনের তথ্যমতে ,নরওয়েতে কাজ করা একজন ফুলটাইম কর্মীর মাসিক আয় বাড়িয়ে ৫৪,০০০ নক করা হয়েছে। বাংলাদেশের টাকায় যেটার পরিমাণ ৫-৬ লক্ষ টাকা।
নরওয়েতে যে কাজের চাহিদা বেশি
নরওয়েতে যে কাজের চাহিদা বেশি সেগুলো হলো। কার্পেন্টার,Plumber,ইলেকট্রিশিয়ান,ওয়েল্ডিং শ্রমিক,বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানি ইত্যাদি।
বাংলাদেশ থেকে নরওয়ে যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে আপনি যদি এজেন্সির মাধ্যমে নরওয়ে যেতে চান তাহলে আপনাকে খরচ গুনতে হবে ১২ থেকে ১৫ লক্ষ টাকা। আর নিজে আবেদন করলে খরচ হবে ৩ থেকে ৪ লক্ষ টাকা।
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে ইউরোপের কোন দেশে বেতন বেশি সে বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যেমন,সুইজারল্যান্ড,জার্মানী,অস্ট্রিয়া,নরওয়ে। আশা করি পোস্টটি পড়লে আপনারা সবাই উপকৃত হবেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরো জানুনঃ
দক্ষিণ কোরিয়া বেতন কত আপডেট তথ্য