সূর্যদয়ের দেশ জাপান যেতে চান? তাহলে জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে জানা একান্ত জরুরী। এই দ্বীপ রাষ্ট্রটিতে রয়েছে আধুনিকতা এবং ঐতিহ্যের এক নিখুত সংমিশ্রণ। তাছাড়া ভ্রমণের জন্য দেশটি হতে পারে নিরাপদ এবং আনন্দদায়ক স্থান। দেশটির রাজধানী টোকিও এবং মুদ্রার নাম জাপানি ইয়েন।
প্রতিবছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দ্বীপ রাষ্ট্রটিতে যেতে আগ্রহ প্রকাশ করে থাকেন। কারণ,সুস্বাদু খাবার এবং ঐতিহ্যের পাশাপাশি দেশটিতে রয়েছে পর্যাপ্ত কর্মসংস্থানের সুব্যবস্থা।এছাড়াও,এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। তীব্র জনসংখ্যা সংকট
এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এজন্য জাপান অসংখ্য মানুষের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে।
বহু সংখ্যক মানুষ সেখানে যেতে আগ্রহী কিন্তু জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় প্রায় সময় তাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ পোস্টটিতে আমি দেশটির ভিসা প্রসেসিং সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরবো।
জাপান ভিসার প্রকারভেদ
জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হলে আপনাকে জাপান ভিসার প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। নিচে ভিসার প্রকারভেদ সম্পর্কে সুন্দর ভাবে তুলে ধরা হলো।
স্বল্প মেয়াদী বা অস্থায়ী ভিসাঃ সাধারণত, এই ভিসাটি দেওয়া হয় তাদের জন্য যারা অল্প সময়ের জন্য জাপান পরিদর্শন,ব্যবসা বাণিজ্য,পর্যটন,বিনোদন বা ভ্রমনের জন্য যেতে চান।স্বল্পমেয়াদি বা অস্থায়ী যে ভিসা গুলো জাপান দিয়ে থাকে সেগুলো হলো।
টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসাঃযারা ভ্রমণের উদ্দেশ্যে সূর্যোদয়ের দেশ জাপানে যেতে চান তাদের জন্য টুরিস্ট বা ভ্রমণ ভিসা প্রদান করা হয়।
বিজনেস বা ব্যবসা সংক্রান্ত ভিসাঃ জাপানে যারা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে যান যেমন, মিটিং, কনফারেন্স বা ব্যবসায়িক আলোচনা,মূলত এ ভিসাটি তাদের জন্যই।
ট্রানজিট ভিসাঃ জাপান থেকে যারা তৃতীয় কোন দেশে যেতে ইচ্ছুক তারা ট্রানজিট ভিসার মাধ্যমে সেখানে যেতে পারেন।
দীর্ঘমেয়াদি ভিসাঃ দীর্ঘমেয়াদী ভিসা তাদের জন্য যারা জাপানে বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য জাপানে অবস্থান করতে চান। যেমন,পড়াশোনা,জাপানে কোন আত্মীয়-স্বজন অবস্থান করলে তাদের সাথে যোগদান করার জন্য সেখানে যাওয়া ইত্যাদি। জাপানে দীর্ঘমেয়াদি ভিসার প্রকারভেদ গুলো নিচে তুলে ধরা হলো।
ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসাঃওয়ার্ক পারমিট ভিসা মূলত তাদের জন্য যারা জাপানি গিয়ে কাজ বা চাকরি করতে ইচ্ছুক।
ম্যারেজ ভিসাঃআপনি যদি কোন জাপানি নাগরিককে বিয়ে করেন সেখানে আপনি তাদের সাথে থাকতে চান তাহলে আপনার জন্য এ ভিসা প্রযোজ্য হবে।
স্টুডেন্ট ভিসাঃআন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার জন্য জাপান যেতে চান তারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে দেশটিতে যেতে পারেন।তাছাড়া,আরও রয়েছে ওয়ার্কিং হলিডে ভিসা,হাইলি স্কিলড প্রফেশনাল ভিসা ইত্যাদি ।
জাপানে ভিসা আবেদন করতে যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন
জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে জানার সাথে সাথে এবার জানাবো দেশটিতে ভিসা আবেদন করতে যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন।
- সম্প্রতি তোলা দুই কপি ছবি।
- অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই থাকতে হবে।
- জাপান ভ্রমণ করার সম্পূর্ণ পরিকল্পনা থাকতে হবে।
- জাতীয় পরিচয় পত্র থাকা অতি জরুরী।
- ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
- নতুন ও পুরনো পাসপোর্ট যেটাতে সাত মাসের বৈধতা থাকতে হবে।
- এয়ারলাইন বুকিং স্লিপ।
- একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট, ইত্যাদি।
জাপান ভিসা প্রসেসিং
জাপান কনসিলেন্ট বা দূতাবাসের মাধ্যমে ভিসা প্রদান করে থাকে। নিচে জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হলো।
ভিসার জন্য যেভাবে আবেদন করবেন
আপনি যদি আবেদন জমা দিতে চান তাহলে সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন হবে।যদি আপয়েন্টমেন্ট নিতে ব্যর্থ হন তাহলে সেটা না নিয়েও সকাল ১০ টা থেকে ১১তার মধ্যে এম্বাসিতে গিয়ে ফাইল জমা দেওয়ার সুযোগ পাবেন।
কোথায় ভিসা আবেদনপত্র পাওয়া যাবে ও পূরণ করা যাবে?
জাপান ভিসা প্রসেসিং জানার সাথে সাথে এবার জানব কোথায় ভিসা আবেদন পত্র পাওয়া যাবে ও পূরণ করা যাবে সেটা সম্পর্কে। আপনি দূতাবাসের গেটে ভিসা আবেদন পত্রটি পাবেন কারণ,প্রতি কার্যদিবসে দূতাবাসের গেটে সেটা বিতরণ করা হয়ে থাকে।তাছাড়া, আপনি যদি অনলাইনের মাধ্যমে পেতে চান তাহলে visa download এ click করার মাধ্যমে সেটা পেতে পারেন।
জাপান ভিসা ফি কত?
বাংলাদেশী নাগরিকদের জন্য জাপান সাধারণত কোন ভিসা নেয় না। তবে, আপনি যদি কোন এজেন্সির সহযোগিতায় ভিসা প্রসেসিং করতে চান তাহলে কিছু টাকা খরচ করতে হতে পারে।
জাপান ভিসার মেয়াদ কতদিন?
জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে জানার পাশাপাশি এবার জেনে নেব জাপান ভিসার মেয়াদ কতদিন সেটা সম্পর্কে। সাধারণত,আপনি যে তারিখে ভিসা ইস্যু করবেন সেই তারিখ থেকে তিন মাসের জন্য এটা বৈধ হয়ে থাকে।সুতরাং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে জাপানে প্রবেশ করতে হবে।
বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাস
জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে জানার সাথে সাথে বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাস কোথায় অবস্থিত সেটা জানা জরুরী। জাপান দূতাবাসের ঠিকানা হলো। প্লট নম্বর.5&7,ধানমন্ডি রোড,বারিধারা,ঢাকা ফোনঃ(+৮৮) ০২৮৮১০০৮৭ ফ্যাক্সঃ(০২)-৯৮৮-২৭০০ Email:http://www.bd.emb–japan.go.jp
আরো জানুনঃ