সার্বিয়া বেতন কত বিস্তারিত।

সার্বিয়া বেতন কতঃ সার্বিয়া দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটির রাজধানী বেলগ্রেড এবং মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দেশটির আয়তন ৮৮ হাজার ৩৬১ বর্গ কিলোমিটার। সার্বিয়া বেতন কত এটা সম্পর্কে জানতে মানুষের কৌতূহলের শেষ নেই।এটার কারণ হিসেবে বলা যায়,দেশটির বিদেশী কর্মীদের জন্য নানা ধরনের কাজের সুযোগ তৈরি করে দেওয়া।

যেমন,ফ্যাক্টরি,ড্রাইভিং,হোটেল রেস্তোরা,নির্মাণ,ইলেকট্রিশিয়ানের মতো কাজগুলো করে আপনি ভালো মানের বেতন পেতে পারেন। সাধারণত,আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ধারিত হয়ে থাকে।

দেশটিতে কিছু কিছু পেশা রয়েছে যে পেশাগুলার বেতন হয়ে থাকে ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা। আবার কিছু কিছু ক্ষেত্রে বেতন ৬০,০০০ হাজার থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে,সার্বিয়ার ন্যূনতম বেতন কাঠামো ধারা হয়ে থাকে ৪০০ থেকে ৫০০ ইউরো। বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ ৫০,৪৮৮ টাকা থেকে ৬৩,১১০ টাকা।

এছাড়াও, এ পোস্টটিতে আমি তুলে ধরবো সার্বিয়া সর্বনিম্ন বেতন কত,সর্বোচ্চ বেতন কত,কোন কাজের চাহিদা বেশি,দেশটিতে যেতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন,ওয়ার্ক পারমিটে সেখানে যেতে কত দিন সময় লাগে,বাংলাদেশ থেকে সেখানে যেতে কত টাকা লাগে,ইত্যাদি সহ যাবতীয় বিষয়।

সার্বিয়া বেতন কত?

সার্বিয়া বেতন কত এ প্রশ্নটি অনেকের। সাধারণত,সার্বিয়াতে একজন শ্রমিক গড়ে ৮ ঘন্টা ডিউটি করলে তার বেতন হয়ে থাকে ৫০০ থেকে ৬০০ ইউরো। সার্বিয়ান দিনারে এটার পরিমাণ হয়ে থাকে ৬৯,৬০০ থেকে ৭০,০০০ দিনার।

তাছাড়া,আপনি যদি কাজে দক্ষএবং অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার জন্য এখানে ভালো মানের বেতন পাওয়ার সুযোগ রয়েছে। কিছু কিছু কাজ রয়েছে সেটা করার জন্য ভালো মানের দক্ষতার প্রয়োজন হয় যেমন,ড্রাইভিং,ইলেকট্রিশিয়ান,মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি।

আপনি এসব খাতগুলোতে কাজ করে  ৮০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত বা তার বেশি বেতন পেতে পারেন। বাংলাদেশি টাকায় এই বেতনের পরিমাণ হয়ে থাকে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার মত।

সার্বিয়া সর্বনিম্ন বেতন কত?

কাজের জন্য সার্বিয়া যেতে চাইলে সার্বিয়া সর্বনিম্ন বেতন কত এটা সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। সাধারণত,দেশটির সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়ে থাকে কাজের ধরন অনুযায়ী। এখানকার কিছু কিছু কাজ রয়েছে সেসব কাজের সর্বনিম্ন বেতন হয়ে থাকে ৪০ থেকে ৫০ হাজার টাকা।

আবার কিছু কিছু কাজ রয়েছে সেসব কাজের বেতন হয়ে থাকে ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে,সার্বিয়ার সর্বনিম্ন বেতন ধরা হয়ে থাকে ৪০০ থেকে ৫০০ ইউরো বাংলাদেশী টাকায় যেটার পরিমান ৫০,৪৮৮ থেকে ৬৩,১১০ টাকা।

সর্বোচ্চ বেতন কত?

সার্বিয়া বেতন কত এ বিষয়টি জানার সাথে সাথে এবার জেনে নেব সার্বিয়া সর্বোচ্চ বেতন কত। সাধারণত,দেশটির কাজের ভিসার সর্বোচ্চ বেতন হয়ে থাকে ২,০০০ থেকে  ৩,০০০ ইউরো বাংলাদেশী টাকায় যেটার পরিমাণ হয়ে থাকে ২,৫২,৪৪০ টাকা থেকে ৩,৭৮,৬৬০ টাকা। তবে, এরকম বেতন পাওয়ার জন্য কাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে। আপনার দক্ষতা এবং পদোন্নতির মাধ্যমেই আপনি এমন বেতনের আশা করতে পারেন।

কোন কাজের চাহিদা বেশি?

সার্বিয়া বেতন কত এটা জানার পাশাপাশি দেশটিতে কোন কাজের চাহিদা বেশি সেটা সম্পর্কে জানতে অনেক আগ্রহ প্রকাশ করে থাকেন। সার্বিয়াতে নানা ধরনের চাহিদা সম্পন্ন কাজ রয়েছে এ কাজগুলো করার মাধ্যমে আপনি ভালো মানের বেতন পেতে পারেন। দেশটির চাহিদা সম্পন্ন কাজগুলো হলো।

  • হোটেল বা রেস্টুরেন্টের কাজ।
  • ড্রাইভিং।
  • আইটি সেক্টরের কাজ।
  • কৃষিকাজ।
  • Constructions
  • ইলেকট্রিশিয়ান।
  • মেকানিক্যাল।
  •  শেফ। ইত্যাদি।

এছাড়াও চাহিদা সম্পন্ন কাজগুলোর মধ্যে রয়েছে,গ্রাফিক্স ডিজাইনার,ডাটা এনালিস্ট,ফিন্যান্স এন্ড একাউন্টিং,স্বাস্থ্যকর্মী ইত্যাদি।

সার্বিয়া যেতে কি কি ডকুমেন্টস লাগে?

সার্বিয়া বেতন কত এটা জানার সাথে সাথে সেখানে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা সম্পর্কে জানা একান্ত আবশ্যক। প্রকৃতপক্ষে সার্বিয়া যাওয়ার জন্য তেমন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র দুটি জিনিসের মাধ্যমে আপনি সার্বিয়াতে আবেদন করতে পারবেন আর সে দুটি জিনিস হলো।পাসপোর্ট এবং ছবি।

এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হলো আপনি পুলিশ ক্লিয়ারেন্সের কোন ঝামেলা ছাড়াই দেশটিতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সার্বিয়াতে ওয়ার্ক পারমিটে যেতে কত দিন সময় লাগে?

সাধারণত,সার্বিয়ার একটা কোম্পানিতে ফাইল সাবমিট করার পর অভ্যন্তরীণ সমস্যাগত কারণে অনেক সময়  ওয়ার্ক পারমিটে দেরি হয়। সেটা হতে পারে এক মাস,দেড় মাস,অথবা দুই মাস। আবার কিছু কিছু সময় ১ সপ্তাহ,১৫ দিন অথবা ২০ দিনের মতো দেরি হতে পারে। এ সময়ের মধ্যেই আপনি ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারেন।

বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত টাকা লাগে ?

সার্বিয়া বেতন কত এটা জানার পর এবার জানবো বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত টাকা লাগে সে বিষয়টা সম্পর্কে। বাংলাদেশ থেকে আপনি যদি সার্বিয়া যেতে আগ্রহী হয়ে থাকেন থাকেন তাহলে আপনার খরচ পড়বে ৩ থেকে ৪ লাখ টাকা।তবে ভিসার ক্যাটাগরি অনুযায়ী খরচের পরিমাণটা বৃদ্ধি পেয়ে ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মতো হতে পারে। আবার কেউ যদি সরকারিভাবে দেশটিতে যেতে আগ্রহ পোষণ করে থাকেন তাহলে তাকে খরচ গুনতে হবে ৫ থেকে ৬ লক্ষ টাকা।

সার্বিয়া যেতে কত বয়স লাগে?

সার্বিয়া যেতে কত বয়স লাগে এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকেন। সাধারণত, আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে দেশটিতে গিয়ে কাজ করতে পারবেন। আপনি স্টুডেন্ট ভিসায় সেখানে যেতে চাইলেও

১৮ বছর বয়স হতে হবে। টুরিস্ট বা ভ্রমন ভিসার ক্ষেত্রে সাধারণত কোন বয়সের শর্ত আরোপ করা হয় না। তবে ১৮ বছরের কম হলে অবশ্যই গার্ডিয়ানের অনুমতি পত্র প্রয়োজন হবে।

সার্বিয়ায় কাজ করার সুবিধা

সার্বিয়া বেতন কত জানার পর জানবো কাজ করার সুবিধা সম্পর্কে। সার্বিয়ায় কাজ করার অনেকগুলো সুবিধা রয়েছে। নিচে সে বিষয়গুলো তুলে ধরা হলো।

  • উচ্চ বেতনে কাজ করার সুবিধা।
  • জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম।
  • মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
  • সমৃদ্ধ সংস্কৃতি বিদ্যমান।
  • সেখানকার মানুষের বন্ধুসুলভ আচরণ।

সার্বিয়া কোন কাজের কত বেতন?

সার্বিয়ায় বিভিন্ন রকমের কাজ রয়েছে এবং সেগুলোর বেতন ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে সার্বিয়া কোন কাজের কত বেতন সেটা তুলে ধরা হলো।

  • সার্বিয়ায় একজন ইলেকট্রিশিয়ান বেতন পেয়ে থাকে ১,০০০০০ থেকে ১,৩০,০০০ টাকা।
  • একজন ড্রাইভারের বেতন হয়ে থাকে ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা।
  • নির্মাণকর্মীর বেতন ৬০,০০০ থেকে ৮০,০০০টাকা।
  • সিকিউরিটি গার্ড বা নিরাপত্তাকর্মী বেতন পেয়ে থাকে ৪০,০০০থেকে ৬০,০০০ টাকা।
  • হোটেল বা রেস্তোরা কর্মীর বেতন ৪০,০০০ থেকে ৭০,০০০ টাকা।
  • অফিস সহায়ক বা ক্লার্ক বেতন পেয়ে থাকে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
  • স্বাস্থ্যকর্মী বা নার্সের বেতন ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা।
  • একাউন্টেন্ট বা হিসাব রক্ষকের বেতন ৭০,০০০ থেকে ১,০০০০০ টাকা।
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেতন পেয়ে থাকে ১,০০০০০ থেকে ১,৫০,০০০ টাকা।
  • আইটি স্পেশালিস্টের বেতন ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।

শেষ কথা

উপরিউক্ত পোস্টটিতে আমি সার্বিয়া বেতন কত সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যেমন,সার্বিয়া সর্বনিম্ন বেতন কত,সর্বোচ্চ বেতন কত,কোন কাজের চাহিদা বেশি,দেশটিতে যেতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন,ওয়ার্ক পারমিটে সেখানে যেতে কত দিন সময় লাগে,বাংলাদেশ থেকে সেখানে যেতে কত টাকা লাগে,সার্বিয়া যেতে কত বয়স লাগে,

ইত্যাদি সহ যাবতীয় বিষয়। আশা করি, পোস্টটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।

আরো জানুনঃ

দুবাই সর্বনিম্ন বেতন কত

Leave a Comment