Visa

দুবাই সুপার মার্কেট ভিসা বিস্তারিত

দুবাই সুপার মার্কেট ভিসাঃ যারা মধ্যপ্রাচ্যের ধনী দেশ দুবাই যেতে আগ্রহী তাদের দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে জানা জরুরী।আসলে দুবাই সুপার মার্কেট ভিসা বলতে আলাদা কোন ভিসা নেই।তবে দুবাই যখন দক্ষ এবং অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে যখন বিভিন্ন সুপার মার্কেটগুলোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন আপনি সেখানে আবেদন করতে পারবেন।

আপনি যোগ্য হলে তারা আপনাকে নিয়োগ প্রদান করবে এবং পরবর্তীতে ওয়ার্ক পারমিট ভিসায় সেখানে গিয়ে নির্দিষ্ট সুপার মার্কেটে কাজ করতে পারবেন। এটাই মূলত দুবাই সুপার মার্কেট ভিসা হিসেবে সবার কাছে পরিচিত। তবে অফিশিয়ালি দুবাই আপনাকে যে ভিসাটি  দিবে সেটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। এ পোস্টটিতে আমি দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো আশা করি আপনার সবাই উপকৃত হবেন।চলুন তাহলে শুরু করা যাক।

দুবাই সুপার মার্কেটের ভিসায় কাজের বেতন কত?

দুবাই সুপার মার্কেটের কাজের বেতন সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার দক্ষতা এবং যোগ্যতার উপর। অর্থাৎ আপনি যদি আপনার কাজে দক্ষতার প্রমাণ দিতে পারেন তাহলে তারা আপনাকে প্রতি ঘন্টা হিসাব করে বেতন দিবে।নিচে দুবাই সুপার মার্কেটেরকোন কাজে কত বেতন সে বিষয়টি সুন্দরভাবে আলোচিত হলো।

  • দুবাই সুপার মার্কেটে একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধি এক ঘন্টায় বেতন পেয়ে থাকে AED 14-16
  • যারা স্টোর কিপারের কাজে নিয়োজিত তাদের বেতন হয়ে থাকে প্রতি ঘন্টায় AED 10-12
  •  দুবাইয়ে ডেলিভারি ড্রাইভারেরা এক ঘন্টায় বেতন পেয়ে থাকে ADE 12-14
  • যারা ক্যাশিয়ারের কাজে নিয়োজিত তাদের এক ঘন্টায় বেতন পরিশোধ করা হয় ADE 8-10 এবং
  • নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিদের বেতন দেওয়া হয় প্রতি ঘন্টায় ADE 16-18
  • তবে এটার পরিমাণ কম বেশি হতে পারে।

দুবাই সুপার মার্কেটে কি কি কাজ করা যায়?

দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে জানার সাথে সাথে সুপার মার্কেটে কি কি কাজ করা যায় সে বিষয়টি জানা জরুরী। দুবাই সুপার মার্কেটে চাহিদা সম্পন্ন কাজের মধ্যে রয়েছে।

  • আপনি সেখানে কাস্টমার সার্ভিস প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন।
  • পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে পারবেন ।
  • নিরাপত্তার কাজে নিযুক্ত হয়ে একজন নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
  • ক্যাশিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
  • স্টোর কিপার হিসেবে দুবাইয়ে কাজ করতে পারবেন।
  • এছাড়াও,আরো অনেক ধরনের কাজে নিজেকে নিয়োজিত করার সুযোগ রয়েছে এখানে।

দুবাই সুপার মার্কেটে কাজ করার সুবিধা অসুবিধা

দুবাই সুপারমার্কেট ভিসা সম্পর্কে জানার সাথে সাথে এবার আমরা জানবো সুপার মার্কেটে কাজ করার সুবিধা এবং অসুবিধা গুলো। এখানকার মার্কেটগুলোতে কাজ করতে গিয়ে আপনি ক্রেতাদের কাছ থেকে এক্সট্রা টিপস পাবেন যেটা আপনার পকেট মানি হিসেবে কাজ করবে। এটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

দ্বিতীয়ত, আপনি যে সুবিধাটি পাবেন সেটা হলো,আপনার কাজ করার অভিজ্ঞতা তৈরি হবে এবং কমিউনিকেশন করার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

এবার আসি অসুবিধার কথায়,আপনাকে সুপার মার্কেটগুলোতে দাঁড়িয়ে কাজ করতে হতে পারে। তাছাড়া মার্কেটগুলোতে ছুটি অনেক কম থাকে আপনাকে মানিয়ে নিতে হবে।

মার্কেটে কাজ করতে কি কি যোগ্যতা লাগে

দুবাই সুপার মার্কেটে কাজ করতে হলে এসএসসি পাশ অথবা মোটামুটি ইংলিশে দক্ষ হলে কাজ করা যায়।তাছাড়া আপনাকে মেশিন চালানোটাও শিখতে হবে।

দুবাই সুপার মার্কেটে কত ঘন্টা কাজ করতে হয়?

দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত জানানোর সাথে সাথে এবার জানাবো সুপার মার্কেটগুলোতে কত ঘন্টা কাজ করতে হয়।সাধারণত,দুবাই সুপার মার্কেট গুলোতে আপনার ডিউটি টাইম হবে ৮থেকে ১২ ঘন্টা।তবে একটা ভালো খবর হলো আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং ছুটির দিনেও ওভারটাইমে কাজ করতে পারবেন।

সুপার মার্কেটে কাজের জন্য কোন কোন ভাষা শিখতে হবে

দুবাই সুপার মার্কেটে কাজ করার জন্য আপনাকে আরবি শিখে আসতে হবে।ইংরেজি জানা থাকলে আরো ভালো হবে।আপনি স্টক ম্যানেজার হতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এ কাজের জন্য

আপনাকে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। হিন্দি ভাষা জানলে আরেকটু ভালো হবে। মার্কেটগুলোতে ইংলিশ ও হিন্দি ভাষাটা বেশী চলমান। মেইন সিটিগুলোতে আরবি ভাষাটা বেশি ব্যবহৃত হয়।

দুবাই সুপার মার্কেটে সর্বনিম্ন বেতন কত?

দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে জানার সাথে সাথে মার্কেটগুলোর সর্বনিম্ন বেতন কত এটা জানা প্রয়োজন।এখানে সর্বনিম্ন বেতন ১২০০ দিরহাম থেকে শুরু হয়।আবার কিছু কিছু সুপার মার্কেট ১০০০ দিরহাম, ১০৫০ দিরহাম,১১০০ দিরহাম অথবা ১১৫০ দিরহাম থেকেও শুরু হয়।

আরো জানুনঃ

আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button