ডেনমার্ক স্টুডেন্ট ভিসা নিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক যেতে চান? তাহলে এ পোস্টটি আপনার জন্য। এটি ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভুক্ত একটি দেশ। দেশটি ৪৪৩ টি দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত এক বিশাল দ্বীপপুঞ্জ। দেশটিতে বসবাসরত মানুষের সংখ্যা ৫৭ লাখেরও বেশি।
উন্নত জীবনযাত্রা এবং শিক্ষা ব্যবস্থার কারণে দেশটি সারা বিশ্বে সুপ্রসিদ্ধ স্থান হিসেবে পরিগণিত। তাছাড়া,এখানকার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্টটাইমে কাজ করারও সুযোগ পেতে পারে। এ পোস্টটিতে আমি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় সুন্দরভাবে আলোচনা করবো।
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং
স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটিতে পড়াশোনা করার জন্য Visa processing সম্পর্কে জানা একান্ত আবশ্যক। প্রথমে,আপনাকে ঠিক করে নিতে হবে আপনি মাস্টার্সে পড়তে চান নাকি ব্যাচেলরে। আপনি যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে। University select করার পর আপনাকে Application process শুরু করতে হবে। Processing শুরু করার আগে আপনাকে IELTS SCORE নিয়ে অবশ্যই ভাবতে হবে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য IELTS SCORE ৬ এবং পাবলিক ইউনিভার্সিটি এর জন্য ৬.৫ থেকে ৭ হতে হবে। দীর্ঘ সময় প্রসেসিং এর পর আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন তখন আপনাকে সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। এই সেমিস্টার ফি আপনি বাংলাদেশের যে কোন ব্যাংক থেকে পরিশোধ করতে পারবেন। পরবর্তী প্রসেস হলো ভিসা প্রসেস। ভিসা Processing করার পূর্বে প্রয়োজনীয় ইনফরমেশন বা পেপারসগুলো প্রস্তুত করে রাখতে হবে। যেমন,আপনার NID,নিজের নাম,পিতার নাম,শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ইত্যাদি।
পরবর্তী ধাপে আপনাকে Case order ID খোলার পর এম্বাসি ফি পরিশোধ করতে হবে। বাংলাদেশে সাধারণত VFS এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সুতরাং,আপনাকে VFS ফি পরিশোধ করতে হবে। এরপর আপনাকে ঢাকার VFS এ এপ্লিকেশন জমা দিতে হবে এবং এজেন্সি Cost প্রদান করতে হবে। পরবর্তীতে আপনার ফাইল এবং পাসপোর্ট জমা হয়েছে এ মর্মে একটা এসএমএস পাবেন।
এরপর, আপনি যে ওয়েবসাইট থেকে Case order ID খুলেছেন সেটা বারবার চেক করতে হবে যদি No fee চলে আসে তাহলে বুঝতে হবে কর্তৃপক্ষ একটা সিদ্ধান্তে পৌঁছেছে আপনার কাছে শীঘ্রই একটা ফোন চলে আসবে। অনেকের No fee টা আসার আগেই ফোন চলে আসে এরকম হলে বুঝতে হবে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। আপনার ইন্টারভিউ ফলাফল এবং কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনি স্বপ্নের এ দেশটিতে পাড়ি জামাতে পারবেন। এভাবেই ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং হয়ে থাকে।
ডেনমার্কে কেন পড়তে যাবেন?
ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় উচ্চশিক্ষার জন্য অনেকেই বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক এ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন।কারণ,এখানে রয়েছে গবেষণা ভিত্তিক বিভিন্ন কার্যক্রম এবং মেধাবিকাশের সুবর্ণ সুযোগ যেটা শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। অনেকেই,উন্নত লেখাপড়া ও ক্যারিয়ার গঠনের জন্য ইউরোপ,আমেরিকা,অস্ট্রেলিয়া অথবা কানাডাকেই উচ্চশিক্ষা গ্রহণের জন্য অন্যতম দেশ হিসেবে ভেবে থাকেন।
কিন্তু,CGPA, IELTS, GRE\GMAT এর মত পরীক্ষাগুলোতে ভালো ফলাফল সত্বেও দেশগুলোতে পড়াশুনা করতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে এটা অনেকটা নিশ্চিত যে,CGPA এবং IELTS SCORE ভালো থাকলেই বিশ্বের অন্যতম সুখী এ দেশটিতে পড়ার Ticket পেয়ে যাবেন।
স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস
ডেনমার্ক স্টুডেন্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলোর বর্ণনা নিচে প্রদান করা হলো।
- একটি বৈধ এবং গ্রহণযোগ্য পাসপোর্ট।
- National iD Card বা জাতীয় পরিচয় পত্র।
- সকল একাডেমিক সার্টিফিকেট।
- Recommendation letter বা সুপারিশ পত্র।
- আইইএলটিএস স্কোর ৫.৫ থেকে ৬.৫ থাকতে হবে।
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে।
- Medical report certificate
- স্বাস্থ্য বীমা বা Health insurance
বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা
Denmark university গুলোতে সাধারণত,বিষয় এবং প্রতিষ্ঠানভেদে Application করার সময়সীমা Change হয়ে থাকে। কিন্তু,EEU বা ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের Application করার সময় সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে ক্লাসের সমস্ত কার্যক্রম শুরু হয়ে থাকে।
ডেনমার্কের ভিসার দাম কত?
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার পূর্বে অনেকের মনে ভিসার দাম নিয়ে নানা নানা প্রশ্ন জাগে। দেশটির বর্তমান ভিসার দাম সম্পর্কে অনেকেই অবগত নন। বর্তমানে, বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার জন্য ৩ ক্যাটাগরির ভিসা রয়েছে। নিচে এ তিন ক্যাটাগরির ভিসার দাম সম্পর্কে আলোচনা করা হলো।
- ডেনমার্কের কাজের ভিসার দাম ৮ লক্ষ টাকা।
- টুরিস্ট বা ভ্রমণ ভিসার দাম ২ লক্ষ টাকা এবং
- মেডিকেল ভিসার দাম ৫০ হাজার টাকা।
Ranking এ থাকা ডেনিস বিশ্ববিদ্যালয়গুলো
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানার সাথে সাথে এবার আমরা দেশটির Ranking এ থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম সম্পর্কে জেনে নিব।
- University of copenhagen
- IT University of copenhagen
- Roskilde university
- University of Southern Denmark
- Copenhagen Business school
- VIA International college
- Aarhus University
- Aalborg University
- Odense University
- Royal Academy of music
এগুলো ছাড়াও Ranking এ আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে,যেটা অনেক উন্নত দেশের তুলনায় ভালো।
বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত টাকা লাগে?
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানার পর এবার জানবো সেখানে যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত টাকা লাগে এ প্রশ্নটি অনেকের। সাধারণত,ভিসার ক্যাটাগরির উপর খরচের পরিমাণটা নির্ভর করে। বর্তমানে বাংলাদেশ থেকে দেশটিতে যেতে ৬ থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে থাকে। ভ্রমণ ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কম খরচে দেশটিতে যাওয়া যায় এক্ষেত্রে খরচের পরিমাণ হবে ৪ থেকে ৬ লাখ টাকা।
টিউশন ফি
আপনি ডেনমার্কের মত সুখী এবং শান্তিপূর্ণ দেশটিতে পড়াশোনা করতে চাইলে ৬০০০ থেকে ১৬০০০ ইউরো টিউশন ফি গুনতে হবে বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৭,৫৪,০২০ টাকা থেকে ২০,১০,৭২০ টাকা। তবে,কোর্স ও বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে এটার পরিমাণ কম বেশি হতে পারে ।
শেষ কথা
উপরিউক্ত পোস্টটিতে আমি ডেনমার্ক স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি। আশা করি, পোস্টটি পড়ে আপনারা সবাই উপকৃত হয়েছেন। এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে visabarta.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।
আরো জানুনঃ